Status

বাহরাইনে এশিয়ান টেনিসে বাংলাদেশ তৃতীয়

বাহরাইনে বিশ্ব জুনিয়র টেনিস অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টের এশিয়া/ওশেনিয়া অঞ্চলের প্রাক বাছাই অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে শনিবার সিরিয়াকে হারিয়ে তৃতীয় স্থান পেয়েছে বাংলাদেশ দল। আর শেষ চারে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠা হংকং হয়েছে চ্যাম্পিয়ন।
বয়সভিত্তিক টেনিসে এশিয়ান পর্যায়ে এটাই বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। অনেক খেলায় তৃতীয় স্থান অর্জনকারী দলকে ট্রফি ও পদক দেয়া হয়। বাংলাদেশ দলের খেলোয়াড়রা সনদপত্র ছাড়া অবশ্য কিছু পাননি। প্রাক বাছাই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ এশিয়ান পর্যায়ে খেলবে। এশিয়ান মূল বাছাইয়ের শীর্ষ চার দল বিশ্ব জুনিয়র টেনিসে অংশ নেবে।
শনিবার সিরিয়ার বিপক্ষে বাংলাদেশ ২-১ গেমে জেতে। এককের প্রথম সেট ১-৬ ব্যবধানে হারেন বাংলাদেশের আকাশ। এরপর একই ব্যবধানে দ্বিতীয় সেটে জেতেন তিনি। তৃতীয় সেট বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। দুই জনের পয়েন্ট ৬-৬ হলে টাইব্রেকিংয়ে সিরিয়ার খেলোয়াড় ১৩-১১ পয়েন্টে সেট জিতে যান। আকাশ অনেক লড়ে হারলেও কাব্য গায়েন বেশ সহজেই দুই সেট জিতেছেন। প্রথম সেট ৬-২, পরের সেট ৬-০ ব্যবধানে জয়লাভ করেন। এককে একটি জয় ও পরাজিত হওয়ায় খেলা গড়ায় দ্বৈতে। আকাশ ও কাব্য জুটি ৬-৩,৬-৪ সেটে জিতলে বাংলাদেশের তৃতীয় স্থান নিশ্চিত হয়।
টুর্নামেন্ট শেষে রোববার সন্ধ্যার পর দেশে ফিরবে বাংলাদেশ দল। দেশে ফিরেই ফের জুনিয়র ডেভিস কাপে অংশ নেয়ার জন্য মালয়েশিয়ার প্রস্তুতি নিতে হবে কাব্যদের।

Source link

Leave a Reply

Back to top button