Status

বার্সা-বায়ার্ন-লিভারপুলের জয়, হারল পিএসজি

স্পোর্টস ডেস্ক
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ১০ জনের দল নিয়ে মরণপণ লড়াই করে জিতলো বার্সেলোনা। বুধবার রাতে লিসবনে বেনফিকাকে ১-০ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে নিজের ২৫তম গোলে ব্যবধান গড়ে দিয়েছেন রাফিনহা। বার্সেলোনার হয়ে ক্যারিয়ারের প্রথম লাল কার্ড দেখে ২২তম মিনিটে মাঠ ছাড়েন তরুণ ডিফেন্ডার পাউ কুবার্সি। বাকি সময়ে নিজেদের রক্ষণভাগ সামলে দারুণ এক জয় তুলে নিল বার্সেলোনা।
প্রায় ৫২ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৬টি শট নেয় বেনফিকা। এর আটটি ছিল লক্ষ্যে যেগুলো ঠেকিয়ে সফরকারীদের জয়ের নায়ক স্ট্যান্সনি। অন্য দিকে বার্সেলোনার ১০ শটের পাঁচটি ছিল লক্ষ্যে। প্রথমার্ধ গোলশূণ্য থাকার পর দ্বিতীয়ার্ধের গোলে শেষ হাসি হাসে বার্সেলোনা। ৬১ মিনিটে বেনফিকার উপহার কাজে লাগিয়ে বার্সেলোনাকে এগিয়ে নেন রাফিনহা। স্বাগতিকদের অর্ধে আন্তোনিও সিলভার একটি দুর্বল ব্যাক পাস নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সের বাইরে থেকে গতিময় শটে পোস্ট ঘেঁষে বল জালে পাঠান তিনি। ছন্দে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের চলতি আসরে এটি নবম গোল। আগামী মঙ্গলবার বার্সেলোনার মাঠে ফিরতি লেগের ম্যাচ খেলবে বেনফিকা।
আরেক ম্যাচে লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকারে অসাধারণ নৈপূণ্যে কস্টার্জিত জয় তুলে নিয়েছে লিভারপুল। প্যারিসে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির বিপক্ষে ১-০ গোলে জিতেছে ইংলিশ দলটি। বদলি নামার ৪৭ সেকেন্ড পরই ম্যাচে নিজের প্রথম স্পর্শে ৮৭ মিনিটে গোলটি করেন ২১ বছর বয়সী ইংলিশ উইঙ্গার এলিয়ট। গোটা ম্যাচে লক্ষ্যে লিভারপুলের প্রথম ও একমাত্র শট এটি। গোলের জন্য তারা শট নিতেই পারে মাত্র দুটি। যেখানে প্রায় ৭১ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৭টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পারে পিএসজি। কিন্তু ব্যর্থ হয় তাদের সব প্রচেষ্টা।
এলিয়ট শেষের নায়ক হলেও লিভারপুলকে ম্যাচে রাখার পুরো কৃতিত্ব আলিসনের। ৫-৬টি দুর্দান্ত সেভ করেন এই ব্রাজিলিয়ান গোলরক্ষক। ম্যাচে তার মোট সেভ ৯টি। নাটকীয় এই জয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে কিছুটা এগিয়ে রইল লিভারপুল। আগামী মঙ্গলবার অ্যানফিল্ডে হবে ফিরতি লেগের ম্যাচ।
এদিকে, বায়ার্ন মিউনিখের বিপক্ষে বায়ার লেভারকুজেনের এতদিনের অপরাজেয় পথচলা মুখ থুবড়ে পড়ল। চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে নেমে একটুও লড়াই করতে পারল না জাবি আলোন্সোর দল। দাপুটে জয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে এগিয়ে গেল ছয়বারের ইউরোপ চ্যাম্পিয়নরা। আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ৩-০ গোলে জিতেছে বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইনের দুই গোলের মাঝে একবার জালে বল পাঠান জামাল মুসিয়ালা।
প্রতিপক্ষের আক্রমণের চাপে পুরো ম্যাচেই কোণঠাসা হয়ে ছিল লেভারকুজেন। বল দখলেও আধিপত্য করা বায়ার্ন গোলের জন্য মোট ১৭টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে প্রথমার্ধে তিনটি শট নিয়ে একটি লক্ষ্যে রাখা লেভারকুজেন দ্বিতীয়ার্ধে কোনো শটই নিতে পারেনি। চলতি মৌসুমে লেভারকুজেনের সঙ্গে চতুর্থ দেখায় জয়ের স্বাদ পেল বায়ার্ন মিউনিখ। প্রায় আড়াই বছরের মধ্যেই মুখোমুখি লড়াইয়ে তাদের এটা প্রথম জয়। সব প্রতিযোগিতা মিলিয়ে আগের ছয় মুখোমুখি লড়াইয়ে তিনটিতে জিতেছিল লেভারকুজেন বাকি তিনটি ড্র। দাপুটে পারফরম্যান্সের আত্মবিশ্বাস নিয়ে আগামী মঙ্গলবার লেভারকুজেনের মাঠে ফিরতি লেগের লড়াইয়ে নামবে বায়ার্ন।

Source link

Back to top button