Status

বান্দরবানে বাস মালিক সমিতির সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা

রমজানে ঈদের ছুটিতে বান্দরবানের যানবাহনে পর্যটকদের ভ্রমণ আনন্দময় ও নিরাপদ করার লক্ষে বান্দরবানে যানবাহন ও বাস মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে বান্দরবান জেলা পুলিশ। গতকাল বান্দরবান জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে মতবিনিময় সভায় বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় জেলার বাস, মাইক্রো, জীপ, কার, ত্রি হুইলার, সিএনজি চালিত টেক্সিসহ বিভিন্ন পরিবহণ মালিক সমিতির নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন। রমজান ও ঈদের যাত্রাপথে পর্যটক এবং যাত্রী কোনো সমস্যার সম্মুখীন না হয় সেজন্য সজাগ দৃষ্টি রাখার আহবান জানান পুলিশ সুপার।

এসময় পুলিশ সুপার সড়কে অযথা গাড়ি রেখে যানজট সৃষ্টি না করার পাশাপাশি সঠিক সময়ে বাস গাড়ি গন্তবে ছেড়ে যাওয়া এবং পাহাড়ী সড়কে অতিরিক্ত গতি ব্যবহার না করে ট্রাফিক আইন মেনে যানবাহন পরিচালনা করার পরামর্শ দেন।

পুলিশ সুপার সড়কে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করার পাশাপাশি কেউ যাতে পরিবহণ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য সকল পরিবহণ নেতৃবৃন্দের আরো সচেতন হওয়ায় পাশাপাশি যেকোনো সমস্যায় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেয়ার পরামর্শ দেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রায়হান কাজেমী, আবদুল করিম, বান্দরবান সদর থানার ওসি মো. মাসুদ পারভেজ, সদর ট্রাফিকের টিআই মো. আলী আজম, বান্দরবান পূর্বানী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ঝন্টু দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Source link

Leave a Reply

Back to top button