Facebook Bio Status

বান্দরবানে কোরিয়ান গবেষণা সিনেমার শুটিং


তরুণ পরিচালক নাজমুস গালিব তন্ময় গবেষণা সিনেমা হিসেবে নির্মাণ করছেন ‘উইচপার অফ নেচার’ নামের একটি সিনেমা। বর্তমানে পার্বত্য জেলা বান্দরবানে সিনেমাটির শুটিং চলছে।

নাসমুস গালিব দক্ষিণ কোরিয়ার ডংসিও ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড ভিএফএক্স বিভাগে সিনেমা নিয়ে গবেষণা করছেন। তিনি থিসিস প্রজেক্ট হিসেবে সিনেমাটি নির্মাণ করছেন। তার থিসিসের বিষয় হলো ‘Visions of the Unconscious: An Exploration of Mise en Scène in Dream sequences’ দক্ষিণ কোরিয়ার বিখ্যাত চলচ্চিত্রবোদ্ধা ও প্রডিউসার সাংহান চো এর অধীনে গবেষণায় নিয়োজিত আছেন সিনেমার পরিচালক।

সিনেমাটি নির্মিত হচ্ছে একজন কিশোরের জীবনের গল্পকে ঘিরে। শহুরে ও অপ্রাকৃতিক জীবনে অভ্যস্ত হয়ে থৈ হারিয়ে ফেলা এক বালক প্রকৃতির ভেতর দিয়ে ফিরে আসে নতুন জীবনে। জীবন, প্রকৃতি ও স্বপ্নের দোলাচলে এগিয়ে চলে গল্প। যে গল্প জীবনে ফেরার পাশাপাশি দর্শকদের চোখের শান্তি দেবে গ্রাম ও পাহাড়ের প্রাকৃতিক দৃশ্যের ভেতর দিয়ে।

বান্দরবানে কোরিয়ান গবেষণা সিনেমার শুটিং

‘হুইসপার অফ নেচার’ সিনেমাটি পরিচালনায় ও প্রযোজনায় সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশি প্রডাকশন হাউজ সিনেমা এক্সপেরিয়ান্স ও ফিল্মিক স্টেশনের টিম।

সিনেমাটির গল্প সম্পর্কে পরিচালক বলেন, আমরা দ্রুত সভ্যতার নামে এগিয়ে যাচ্ছি যেটা আমাদের ভাবনা, কাজ ও জীবন গিলে খাচ্ছে। একবার কেউ এই চোরাবালিতে পড়লে আর বেরোতে পারছে না। অথচ আমাদের ফিরতেই হবে সহজ জীবনে। যে জীবনে একটা বালক পাহাড় ও নদী পেরিয়ে পৌঁছবে তার আপন আলয়। সিনেমাটি সব শ্রেণির দর্শকদের চাহিদা পূরণ করবে বলে আশা করেন পরিচালক।

বান্দরবানে কোরিয়ান গবেষণা সিনেমার শুটিং

প্রডাকশন হাউজ ‘সিনেমা এক্সপেরিয়ান্স ও ফিল্মিক স্টেশন’র প্রধান সেজান মাহমুদ তমাল বলেন, ‘এখন অবধি জীবনের অনবদ্য সেরা কাজটি করার চেষ্টা করছি। আমি গল্পটি লিখেছি। এবং সাধারণত চলিত গল্প ভাঙার করার চেষ্টায় আছি! গল্পের নির্মাণে সর্বোচ্চ পরিশ্রম দিচ্ছি! গালিব ভাই আমার খুব পরিচিত একজন হওয়ায় তাকে সহয়তা করতে বেশ দারুণ লাগছে!’

সিনেমাটির সিনেমাটোগ্রাফি করছেন নাজিম মাহমুদ। তিনি এক্সপেরিমেন্টাল ওয়েতে শিখে চলেছে ও বুনে চলেছে এই গল্পকে। সিনেমাটিতে অভিনয় করেছেন আয়ান খান, নাজিম মাহমুদ, প্রণয় প্রান্ত, শাহীন সরকার প্রমুখ।

এমআই/এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button