বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


রাজধানীর বাড্ডা মধ্যবাড্ডা মিনার মসজিদ গলি এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পঞ্চমতলা থেকে পড়ে মোহাম্মদ জাহাঙ্গীর (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাহাঙ্গীরের সহকর্মী মুসা জাগো নিউজকে জানান, নিহত পেশায় রড মিস্ত্রি। মধ্যবাড্ডা মিনার মসজিদ গলির রাজনের নির্মাণাধীন পাঁচতলা ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত পড়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version