Facebook Bio Status

বাকৃবির পরিবহন শাখা থেকে মাইক্রোবাস ও টায়ার চুরি


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পরিবহন শাখা থেকে একটি মাইক্রোবাস এবং চারটি গাড়ির টায়ার চুরি হয়েছে।

বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাকৃবির পরিবহন শাখা থেকে মাইক্রোবাস ও টায়ার চুরি

অধ্যাপক গোলজারুল আজিজ বলেন, ‘সিসি টিভির ফুটেজে আমরা দেখেছি, আজ আনুমানিক ভোর সাড়ে ৫টায় পরিবহন শাখার পেছন দিকের দেওয়াল টপকে বোরকা পরিহিত একজন এবং তার সহযোগী ভেতরে প্রবেশ করে। এরপর তারা টায়ার রাখার রুমের তালা কেটে সেখান থেকে চারটি টায়ার নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের মাইক্রোবাসে (ময়মনসিংহ-চ-৫১০০১৫) উঠিয়ে নেয় এবং পরিবহন শাখার মেইন গেটের তালা কেটে টায়ারসহ মাইক্রোবাসটি নিয়ে পালিয়ে যায়। পুরো ঘটনাকালীন পরিবহন শাখার গার্ড ঘুমাচ্ছিল। আমরা ঘটনার বিষয়ে অবগত হওয়ার পরপরই সিসি টিভির ফুটেজ পুলিশ এবং ডিবির কাছে হস্তান্তর করি। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’

ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি জানান, টায়ার চারটির মধ্যে রয়েছে বড় গাড়ির দুটি এবং ছোট গাড়ির টায়ার দুটি। বড় গাড়ির টায়ারগুলোর দাম প্রায় ৭৫ হাজার টাকা এবং ছোট গাড়ির টায়ারগুলোর দাম প্রায় ২৫ হাজার টাকা। তবে মাইক্রোবাসটি ২০-২৫ বছরের পুরোনো।

বাকৃবির পরিবহন শাখা থেকে মাইক্রোবাস ও টায়ার চুরি

এ বিষয়ে বাকৃবির নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. আরিফুল ইসলাম বলেন, বিষয়টি আমরা অবগত। তদন্তে আমাদের নিরাপত্তাকর্মীদের অবহেলা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে শাস্তি নিশ্চিত করা হবে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. আবদুল আলীম বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য এটি একটি ভয়াবহ ঘটনা। আমরা পুলিশের কাছে সিসি টিভির ফুটেজ হস্তান্তর করেছি। পুলিশ আসামিকে শনাক্তের চেষ্টা করছে। পুলিশের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে।

আসিফ ইকবাল/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button