Facebook Bio Status

বাংলাদেশ ব্যাংকে নগদ জমা সংরক্ষণে পরিবর্তন


দেশের ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৪৪ শতাংশ। আবার দৈনিক ভিত্তিতে টাকা ধার দেওয়াও বন্ধ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এবার আমানতের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকে নগদ জমা সংরক্ষণে (সিআরআর) পরিবর্তন আনা হলো।

এতদিনে আমানতের বিপরীতে সাড়ে ৩ শতাংশ অর্থ সিআরআর হিসেবে জমা রাখতে হতো। তবে আগামীকাল বুধবার থেকে দৈনিক ৩ শতাংশ অর্থ জমা রাখলেই হবে। এর ফলে ব্যাংকগুলোর কাছে বিনিয়োগযোগ্য তহবিল বাড়বে।

মঙ্গলবার (৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাব এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমানে দেশের সব তফসিলি ব্যাংকে তাদের মোট তলবি ও মেয়াদি দায়ের ন্যূনতম ৪ শতাংশ দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে এবং ন্যূনতম সাড়ে ৩ শতাংশ দৈনিক ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকে নগদে জমা রাখতে হয়। মুদ্রানীতি কাঠামোয় অধিকতর উৎকৃষ্টতা আনা এবং তারল্য ব্যবস্থাপনা আরও সুসংহত করার লক্ষ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীকাল বুধবার (৫ মার্চ) থেকে এটা পরিবর্তন হবে। নতুন নিয়মে নগদ জমা সংরক্ষণের হার দৈনিক ভিত্তিতে কমপক্ষে ৩ শতাংশ হবে এবং দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে তা ৪ শতাংশে অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি মাস মার্চের তৃতীয় সপ্তাহের মধ্যে ২৮ দিনের রেপো বন্ধ হবে। এরপর জুনে বন্ধ হবে ১৪ দিনের রেপো। এর ফলে ব্যাংকগুলো শুধুমাত্র সপ্তাহে একদিন মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে নীতি সুদ দিয়ে টাকা ধার করতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ঋণের শর্তে আইএমএফ মুদ্রানীতি কাঠামো আধুনিকায়নের পরামর্শ দিয়েছে। তারই ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন বাণিজ্যিক ব্যাংকগুলো দৈনিক ভিত্তিতে টাকা ধার নেওয়ার সুযোগ পাচ্ছে না। আগামীতে ১৪ দিন ও ২৮ দিন মেয়াদেও টাকা ধার নেওয়া বন্ধ হচ্ছে।

ইএআর/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button