Facebook Bio Status

বাংলাদেশের মুসলমানরা আর কোনো জালেমের সাহায্যকারী হবে না


বাংলাদেশের মুসলমানরা আর কোনো জালেমের সাহায্যকারী হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

রমজান মাসের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর মিরপুর-১ এর সনি গোলচত্ত্বর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামী।

সমাবেশে সেলিম উদ্দিন বলেন, ৫৩ বছর ধরে ভোটের সময় কিছু রাজনৈতিক দল টুপি তসবিহ নিয়ে ইমানদার মুসলমানদের ধোঁকা দেয়। ভোট নিয়ে মানুষের তৈরি করা আইন কায়েম করে। মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চালালে ইমান থাকবে না। বাংলাদেশের মুসলমানেরা আর কোনো জালেমের সাহায্যকারী হবে না। শুধু ভোটের সময় টুপি-তসবিহ ব্যবহার করে, ধর্ম ব্যবহার করে ভোট দিয়ে, ধর্মপন্থি-ইসলামপন্থি দলের ওপর জুলুম চালাবে, এমন কোনো জালেম বাংলার মাটিতে আর ক্ষমতায় আসবে না।

এই সিনিয়র নেতা বলেন, আল্লাহ বলেছেন দল দুইটা। একটা হচ্ছে ইসলামের দল, আরেকটা শয়তানের দল। বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা ইমানদার দলের সঙ্গে থাকবে নাকি ফাসেক, মোনাফেক বা শয়তানের দলের সঙ্গে থাকবে। বাংলার জনগণ আগামী নির্বাচনেই এই সিদ্ধান্ত নেবে।

বাংলাদেশের আধিপত্যবাদের দালালি চলবে না উল্লেখ করে তিনি বলেন, মানুষের ওপর চোখ রাঙাবেন না। রাস্তাঘাটে একটা রিকশা আটকালোও ভদ্রতার সঙ্গে আটকাবেন। কুরআনের আচার-আচরণ পরিপন্থি, রসুলের আচরণের পরিপন্থি, ফ্যাসিবাদের ছোঁয়া এবং ফ্যাসিবাদ শতভাগ বর্জন করতে হবে। দেশ চলবে ১৮ কোটি মানুষের নেতৃত্বে।

এসময় সরকারের উদ্দেশে তিনি বলেন, আমরা ভেবেছিলাম দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে। দ্রব্যমূল্য তিনগুন; হু হু করে বাড়ছে। দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরুন।

সমাবেশ শেষে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল করে জামায়াতে ইসলামী। মিছিলটি সনি হল থেকে মিরপুর-১০ নাম্বার সড়ক প্রদক্ষিণ করে।

এসএম/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button