Facebook Bio Status

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি জাতিসংঘে তুলে ধরা হবে ৫ মার্চ


জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক আগামী ৫ মার্চ সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৫তম অধিবেশনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের অনুসন্ধান প্রতিবেদনের ফলাফল সদস্য রাষ্ট্রগুলোর সামনে উপস্থাপন করবেন। এই তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস।

রোববার (২ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

প্রধান উপদেষ্টা বাংলাদেশে ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসের আন্দোলন সংক্রান্ত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের অনুসন্ধানমূলক প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানান।

তিনি বলেন, জাতিসংঘ প্রতিবেদনটি প্রকাশ করায় আমরা খুবই খুশি। কাজটি সহজ না হলেও তাদের (জাতিসংঘ) কারণেই প্রতিবেদনটি যথাসময়ে এসেছে।

এসময় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক লুইস প্রধান উপদেষ্টাকে জানান, জাতিসংঘ মহাসচিব গুতেরেস ১৩ থেকে ১৬ মার্চ বাংলাদেশ সফর করবেন।

প্রধান উপদেষ্টা বলেন, বর্তমানে রোহিঙ্গা সংকট মোকাবিলায় সহায়তা ক্রমশ কমে যাচ্ছে এবং আমরা অর্থসংক্রান্ত পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন।

এসময় প্রধান উপদেষ্টা উল্লেখ করেন যে, প্রতি মাসে শুধু রোহিঙ্গাদের খাদ্য সরবরাহ নিশ্চিত করতেই ১৫ মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন, যা অন্যান্য মৌলিক চাহিদার সঙ্গে যুক্ত হয়।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আসন্ন বাংলাদেশ সফর রোহিঙ্গা সংকটকে আবারও বৈশ্বিক আলোচনায় নিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এমইউ/এএমএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button