Status

বসুন্ধরা কিংসে আর্জেন্টাইন ফরোয়ার্ড

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের জন্য আর্জেন্টাইন ফরোয়ার্ড হুয়ান লেসকানোকে দলে নিয়েছে টানা পাঁচবারের শিরোপা জয়ী বসুন্ধরা কিংস। দুই বিখ্যাত ক্লাব লিভারপুল ও রিয়াল মাদ্রিদের যুব দলে খেলেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হুয়ান লেসকানো। আপাতত বাংলাদেশ প্রিমিয়ার লিগের বাকি সময়ের জন্য ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে নেওয়ার কথা জানিয়েছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। দলের স্ট্রাইকিং পজিশনে একটু সমস্যা থাকায় আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে দলে ভিড়িয়েছে তারা। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই স্ট্রাইকারের সাথে আপাতত লিগের বাকি সময়ের জন্য চুক্তি করবে বসুন্ধরা কিংস। এরপর পারফরম্যান্সের ওপর ভিত্তি করে চুক্তি নবায়নের সুযোগ থাকছে। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের পর লিগের দ্বিতীয় পর্ব শুরু হবে। অবশ্য তার আগেই ক্যাম্প শুরু করবে বসুন্ধরা কিংস। লেসকানো শিগগিরই দলের সাথে যোগ দেবে হুয়ান লেসকানো। আর্জেন্টিনায় জন্ম নেওয়া লেসকানোর ফুটবলার হিসেবে বেড়ে ওঠা স্পেনের ক্লাব ইন্টার দি মাদ্রিদে। এরপর তিনি লিভারপুল ও রিয়ালের যুব দলেও খেলেছেন। সবশেষ এই আর্জেন্টাইন ফরোয়ার্ড খেলেছেন চীনে। লিগের প্রথম পর্ব শেষে ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলে তিনে আছে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান। দ্বিতীয় স্থানে থাকা ঢাকা আবাহনীর পয়েন্ট ২৩।

Source link

Leave a Reply

Back to top button