বরিশাল মহানগরীতে বিধ্বংশী অগ্নিকান্ডে অটোমোবাইল ওয়ার্কসপ পুড়ে ছাই

বরিশাল নগরীর সিএন্ডবি রোডে একটি অটোমোবাইল ওয়ার্কশপে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুরো কারখানাটি ভস্মীভূত হয়েছে। ক্ষতির পরিমাণ অন্তত ৩০ লাখ টাকা। শনিবার রাতে টিটিসি ও টেক্সটাইল কলেজ সংলগ্ন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় নগরীর পশ্চিম অংশের বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী ব্যবসায়ীরা জানায়, আচমকা আল-কারীম অটোমোবাইলের টিনশেড তৈরি দোতলা ঘরের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলে উঠতে দেখে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে ফোন করে সাহায্য চাওয়া হয়। পাশাপাশি এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন। খুব দ্রুত কাশিপুর ফায়ার স্টেশনসহ সদর ফায়ার স্টেশনের দমকল বাহিনী ছুটে এসে আগুন নেভাতে শুরু করেন। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও এরই মধ্যে পুড়ে ছাই হয়ে যায় দোকানটি।

 

ওয়ার্কশপের মালিক হিরণ জানান, কীভাবে আগুন লেগেছে তা বলতে পারবো না। ভেতরে একটি গাড়ির কাজ চলছিল। গাড়িটি দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব হলেও গাড়ি মেরামত সংশ্লিষ্ট মেশিনারি ও যন্ত্রপাতিও নষ্ট হয়ে গেছে। একই আগুনে পাশের একটি ফার্মেসিসহ পাঁচ-ছয়টি দোকানেরও কমবেশি ক্ষতি হয়েছে।

 

সদর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রবিউল হোসেন সাংবাদিকদের জানান, স্থানীয়দের ফোন পাওয়ার সাথে সাথে চারটি ইউনিট দ্রুত ছুটে গিয়ে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধান করা হচ্ছে।

 

Source link

Exit mobile version