
বরিশালসহ বিভাগের ৫ জন সিভিল সার্জনকে একইসাথে ওএসডি করে স্বাস্থ্য অধিদফতরে সংযুক্ত করা হয়েছে। ইতোপূর্বে অপর এক সিভিল সার্জনকেও একইভাবে ওএসডি করা হয়েছে। এরফলে অন্তর্বর্তী সরকার গঠনের পর বরিশাল বিভাগের ৬ জেলার সিভিল সার্জনকেই দায়িত্ব থেকে সরিয়ে ওএসডি করা হল। এসব সিভিল সার্জনদের স্থলে ইতোমধ্যে নতুন স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে বলে বরিশালের বিভাগীয় পরিচালক স্বাস্থ্য জানিয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আদেশে ওএসডিকৃত সিভিল সার্জনদের ৬ মার্চ থেকে নতুন কর্মস্থলে যোগযানের নির্দেশ জারী করে অন্যথায় ৯ মার্চ থেকে তারা স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন বলেও জানানো হয়েছে।
ওএসডিকৃতদের মধ্যে বরিশালের সিভিল সার্জন ডা. মারিয়া হাসান ছাড়াও বরগুনার ডা.প্রদিপ চন্দ্র মন্ডল, পিরোজপুরের ডা. মিজানুর রহমান, ঝালকাঠীর ডা. এইচ এস জহিরুল ইসলাম ও পটুয়াখালীর এস এম কবির হোসেন সহ দেশের ২৯টি জেলার সিভিল সার্জনগণ রয়েছেন বলে জানা গেছে।