Facebook Bio Status

বরগুনায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৪


বরগুনার বামনায় ডাকাতির প্রস্তুতিকারে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ১০টার দিকে বামনা উপজেলার গুদিঘাটা গ্রামের দক্ষিণ ঠুডাখালী নদীর তীর থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ হাওলাদার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বরগুনায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৪

গ্রেফতাররা হলেন, বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের গাবতলী গ্রামের খালেক খানের ছেলে হোসেন খান (২৫), বরগুনা পৌরসভার খাড়াকান্দা এলাকার মরহুম মোসলেম খানের ছেলে রাজু খান (২৬), সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী গ্রামের গণি আকনের ছেলে সজীব আকন (২৭) ও শাহজালাল আকন (২৫)।

পুলিশ জানায়, রাতে ডাকাতদের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে বামনা থানা থেকে পুলিশের একটি দল গিয়ে উপজেলার গুদিঘাটা গ্রামের দক্ষিণ ঠুডাখালী নদীর তীর থেকে স্থানীয়দের সহযোগিতায় চার ডাকাতকে আটক করে। এসময় তাদের থেকে ডাকাতির কাজে ব্যবহারের দেশীয় অস্ত্রসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম জব্দ করে। গ্রেফতার চার ডাকাতের প্রত্যেকের বিরুদ্ধে ১৩ থেকে ১৫টি মামলা রয়েছে।

ওসি হারুন অর রশীদ হাওলাদার জানান, ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার হওয়া চারজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করবে। এরপর তাদের আদালতে হাজির করা হবে।

নুরুল আহাদ অনিক/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button