Facebook Bio Status

বরগুনায় অবৈধ ইটভাটা ধ্বংস, তিন লাখ টাকা জরিমানা


বরগুনার বামনা উপজেলায় অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও বরগুনা জেলা প্রশাসন।

এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকার অভিযোগে দুটি ইটভাটার চুল্লি নিভিয়ে দেওয়াসহ ইটভাটা মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। ভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল-ইসলাম চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে মেসার্স ইরা ব্রিকস ও মেসার্স আর কে বি ব্রিকসের পরিবেশের ছাড়পত্র ও লাইসেন্স না থাকায় ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে ফেলা হয়।

পরিবেশ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে পরিবেশগত ছাড়পত্র ও প্রশাসনের অনুমোদন ছাড়াই ইরা ব্রিকস ও আর কে বি ব্রিকস নামের দুটি ইটভাটায় ইট তৈরি করা হচ্ছিল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘন করায় মেসার্স ইরা ব্রিকসকে ২ লাখ টাকা এবং মেসার্স আর কে বি ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে বরগুনা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব জাগো নিউজকে বলেন, পরিবেশের ক্ষতি হয় এমন সব কার্যক্রম বন্ধের জন্য আমরা তৎপর। এরই ধারাবাহিকতায় ইটভাটায় অভিযান পরিচালনা করেছি। বামনায় ইটভাটা আইন না মানায় দুটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নুরুল আহাদ অনিক/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button