Status
বডিবিল্ডার যখন কনে

ভারতের কর্ণাটক রাজ্যের একজন মহিলা বডিবিল্ডারকে কনে হিসেবে দেখে মানুষ অবাক। সম্প্রতি ইন্টারনেটে এক মহিলার বিয়ের ছবি প্রকাশিত হয়েছে, যেখানে বডি বিল্ডারকে কনের মতো পোজ দিতে এবং তার বিয়ের পোশাকে দেখা গেছে। এসব ছবি ইন্টারনেটে প্রকাশিত হলে নেটিজেনদের কাছ থেকে আকর্ষণীয় মন্তব্য অব্যাহত রয়েছে। চিত্রা পুরুষোত্তম নামে এক মহিলা দীর্ঘদিন ধরে বডি বিল্ডিং করছেন। সূত্র : জে এন।