Facebook Bio Status

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, ফ্লাইওভারের দাবিতে মহাসড়ক অবরোধ


বগুড়ার শাজাহানপুরে একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ফ্লাইওভার নির্মাণের দাবিতে ৩ ঘণ্টা ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয় উত্তেজিত জনতা।

নিহতরা হলেন, শাজাহানপুর উপজেলার গয়নাকুড়ি গ্রামের হাজেল মিয়ার ছেলে মিরাজুল ইসলাম (২৫) এবং শাওন (১৪) নামে এক কিশোর।

সোমবার (৩মার্চ) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার মাঝিড়া বাইপাস এলাকায় মহাসড়কে এই অবরোধের ঘটনা ঘটে। ফলে মহাসড়কের দুই পাশে কয়েক হাজার যানবাহন আটকা পড়ে।

পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে আসেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম। এসময় শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমান, থানার ওসি ওয়াদুদ আলমসহ সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

উত্তেজিত জনতার উদ্দেশে মাঝিড়ার মহাসড়কে তাৎক্ষণিক ট্রাফিক পুলিশ মোতায়েন, ইউটার্ন, জেব্রা ক্রসিং এবং ফ্লাইওভার নির্মাণ নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেয় প্রশাসন। পরে প্রশাসনের আশ্বাসে সন্ধ্যা ৭টার দিকে উত্তেজিত জনতা অবরোধ তুলে নেন।

জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে মাঝিড়া বন্দরের মহাসড়কে রিকশা নিয়ে দাঁড়িয়ে ছিলেন মিরাজুল ইসলাম (২৫) নামে এক রিকশাচালক। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি ট্রাক বেপরোয়া গতিতে রিকশায় ধাক্কা দিলে চালক মিরাজুল সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান।

অপরদিকে বিকেল পৌনে ৪টার দিকে একই স্থানে রংপুর থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের বাস থেকে মহাসড়কে ছিটকে পড়ে শাওন (১৪) নামে এক কিশোর। এসময় বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যায় সে।

এ ঘটনায় নির্মাণাধীন ফোরলেন সড়কের মাঝিড়া বন্দরে ফ্লাইওভার নির্মাণ ও তাৎক্ষণিক ইউটার্ন নির্মাণের দাবি জানিয়ে মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় শত শত মানুষ।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম জানান, মাঝিড়া বন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ব্যক্তির মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলা হবে। সকালের দুর্ঘটনায় ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক আটক করা হয়েছে। তবে চালক ও সহযোগীরা কৌশলে পালিয়ে গেছে।

এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button