Status

বগুড়ায় ছাদ থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু

বগুড়ায় ছাদ থেকে পড়ে নার্সিং কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন। গত বুধবার মধ্যে রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিক্ষার্থীর নাম অপর্ণা চক্রবর্তী। তিনি বগুড়া শহরের জহুরুল নগর হাফিজার মোড় এস ইউ ঠাকুরবাড়ি এলাকায় হিমাংশু চক্রবর্তীর মেয়ে ও নার্সিং কলেজের শিক্ষার্থী।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন জানান, রাত ৮টার দিকে মোবাইলে কথা বলতে বলতে অসাবধানতাবসত নিজ বাড়ির ছাদ থেকে পড়ে যায় অর্পিতা। তখন আত্মীয় ও স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় তার মৃত্যু হয়। সদর থানা অফিসার ইনচার্জ জানান, লাশ আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারে নিকট হস্তান্তর করা হবে। পাশাপাশি বর্ণিত ঘটনার বাইরে অন্যকিছু আছে কি না সেটাও খতিয়ে দেখা হবে।

Source link

Leave a Reply

Back to top button