বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা


বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) রাত ৮টার দিকে শহরের মালতীনগর খন্দকারপাড়ায় এ ঘটনা ঘটে। বনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফজলে এলাহী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের নাম পারভেজ (২৫)। তিনি মালতীনগর নতুনপাড়ার রিয়াজুল ইসলামের ছেলে। পারভেজ পেশায় রাজমিস্ত্রির সহকারী। গুরুতর আহত আতিকুল ইসলাম (২৪) একই এলাকার বাসিন্দা।

নিহত পারভেজের খালাতো ভাই মাসুদ রানা বলেন, একই এলাকার কিছু যুবকের সঙ্গে রোববার বিকেলে পারভেজের মারামারি হয়েছিল। এর জেরে সোমবার ইফতারের পর ওই যুবকরা পারভেজকে বাড়ি থেকে ডেকে নেয়। তখন পারভেজের সঙ্গে ছিলেন আতিকুল। মালতীনগর খন্দকারপাড়ায় বগুড়া আর্ট কলেজের সামনে নির্জন স্থানে তাদের ওপর হামলা চালায় ওই যুবকরা। একপর্যায়ে পারভেজ ও আতিকুল দৌড় দিলে তাদের পিছু ধাওয়া করে উপর্যুপরি ছুরিকাঘাত করে।

মাসুদ রানা আরও জানান, হামলার পর পারভেজ ও আতিকুল দুজনই গলিপথের মধ্যে অনেক সময় পড়ে ছিলেন। খবর পেয়ে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় আতিকুল চিকিৎসাধীন।

এসআই ফজলে এলাহী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, স্থানীয় গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে বিরোধকে কেন্দ্র করে খুনের ঘটনা ঘটেছে। জড়িত কয়েকজনের নাম জানা গেছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।

এল.বি/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version