বগুড়ায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা চাইলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি

বগুড়া জেলা পুলিশ কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বগুড়ার পুলিশ সুপারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সভাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার)পিএইচডি।
বগুড়ার পুলিশ সুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র জনাব রেজাউল করিম বাদশা, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল সহ বগুড়া জেলা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জেলা ও শহর জামায়াত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
সভায় স্থানীয় বক্তারা আইন শৃংখলা পরিস্থিতির উন্নতির স্বার্থে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবি জানান।
প্রধান অতিথি তার বক্তব্যে যে কোন মুল্যে বগুড়ার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে নির্দেশনা দান করেন। পাশাপাশি স্থানীয় রাজনীতিবিদ ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন।