ফ্যাসিস্টদের অপসারণের দাবি ইবি জিয়া পরিষদের

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপিপন্থী সংগঠন জিয়া পরিষদের নবনির্বাচিত কমিটির সাথে বিশ্ববিদ্যালয় ভিসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় তারা জানান, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদ গুলোতে যে ফ্যাসিস্ট রয়েছে তাদের দ্রুত অপসারণ করে তদস্থলে যোগ্য লোকদের প্রাধান্য দিতে হবে, সামনে যে নিয়োগ বোর্ড গুলো অনুষ্ঠিত হবে সেগুলো শতভাগ সচ্ছতার ভিত্তিতে দিতে হবে, ২০১০ সাল থেকে যত নিয়োগে দুর্নীতিতে হয়েছে সেগুলোর তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করাসহ বিশ্ববিদ্যালয়কে সুন্দর ভাবে ঢেলে সাজানোর পরামর্শ দেন।

 

এসময় উপস্থিত ছিলেন জিয়া পরিষদের নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. ফারুকুজ্জামান খান, সাধারণ সম্পাদক প্রফেসর রফিকুল ইসলাম, সদ্য বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. নুরুন নাহার প্রমুখ।

Source link

Exit mobile version