Facebook Bio Status

ফের সুনামগঞ্জে জলমহাল লুট, গ্রেফতার ৮


 

সুনামগঞ্জে হাওর এলাকায় সরকারিভাবে ইজারা দেওয়া জলমহাল (বিল) থেকে মাছ লুটের ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।

গ্রেফতাররা হলেন- দিরাই উপজেলার কল্যাণী গ্রামের জীবন রায় (৪৫), চন্দ্রপুর গ্রামের এরশাদ মিয়া (৩২), হূমায়ুন মিয়া (২০), ভাঙ্গাডহর গ্রামের পিন্টু তালুকদার (৩২) ও মৃদুল দাস (২৮), বাউশি গ্রামের বাধন বৈষ্ণব (২৩) ও একই গ্রামের আরও দুই কিশোর।

দিরাই থানা পুলিশের তথ্যমতে, বুধবার উপজেলার বেতইর জলমহালের মাছ লুটের ঘটনায় থানায় অভিযোগ করেন জলমহালের ইজারাদার কচুয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি লংকেশ্বর দাস। তিনি দিরাইয়ের ঘাগটিয়া, বাউশি, চন্দ্রপুর, কল্যানী, ভাঙ্গাডহরসহ ৬টি গ্রামের ২২ জনের নামসহ দুই হাজার জনকে আসামি করে থানায় মামলা করেন।

মামলায় তিনি জলমহালের এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করে।

দিরাই থানার ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন, যেখানেই খবর পাচ্ছি আমরা চেষ্টা করছি জলমহাল রক্ষা করার। ঘটনার সঙ্গে জড়িত আটজনকে গ্রেফতার করা হয়েছে। মাছ ধরার বিভিন্ন জাল উদ্ধার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে দিরাইয়ের চিকনদাইর জলমহাল ও কাঠুয়া জলমহালের মাছ লুট করে ২০ গ্রামের মানুষ। এই নিয়ে দিরাই, শাল্লা, জামালগঞ্জসহ তিন উপজেলায় ১০টি জলমহালের ১২ কোটি টাকার মাছ লুট হয়।

লিপসন আহমেদ/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button