ফেনীতে সাংবাদিক ফারুকের উপর হামলার ঘটনায় গ্রেফতার ১

 দৈনিক ইনকিলাবের ফেনী জেলা সংবাদদাতা মো. ওমর ফারুকের উপর হামলার ঘটনায় জিয়াউদ্দিন বাবলু সুমন নামের একজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (৪ মার্চ ) মঙ্গলবার ভোর রাতে সদর উপজেলার কালিদহ ইউনিয়নের যাত্রাসিদ্দি পূর্ব গোবিন্দপুর বৈদ্যবাড়িতে অভিজান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।আজ বিকেল ৪টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ফারুক,  জিয়াউদ্দিন বাবলু সুমনকে ফেনী কোর্টে চালান দেন বলে জানান।

 

 

স্হানীয়রা জানান, সুমন পেশাদার মাদক ব্যবসায়ী ও ছিনতাই চক্রের সদস্য। ৫ আগস্টের পরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজিসহ আদিপত্য বিস্তার করে চলছে। সুমন জামাই ফারুকের সহযোগী হিসেবে কাজ করতেন এবং তার নেতৃত্বে বিভিন্ন মিশনে অংশগ্রহন করতেন। পুরো কালিদহ ইউনিয়ন জুড়ে রয়েছে জামাই ফারুকের বড় গ্যাং। এদের ধারায় ইউনিয়নব্যাপী সকল প্রকার অপরাধ সংগঠিত হয়। পুরো ইউনিয়নের মানুষ এদের কর্মকাণ্ডে অতিষ্ঠ। 

 

 

জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১টার দিকে সাংবাদিক ফারুক  বাড়ি থেকে বের হয়ে সিলোনিা মাদ্রাসার সামনে গেলে ছালেহ আহাম্মদের দোকানের সামনে জামাই ফারুকের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার উপর হামলা চালিয়ে তাকে মারাত্মক আহত করে ফেলে যায়। পরে তাকে স্হানীয়রা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ওইদিন রাতে সাংবাদিক ফারুক বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ও আরো কয়েকজনকে অজ্ঞাত আসামী করে  ফেনী মডেল থানায় মামলা নং-৫৫ দায়ের করেন।

 

Source link

Exit mobile version