ফিলিস্তিন-আফগানিস্তান ও সুদান সঙ্কট উত্তরণে হাজারো মুসল্লির দোয়া

টানা তৃতীয়বারের মতো এবারও পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিন (৩রা মার্চ) তারাবির নামাজ আদায়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ারে সমাগম ঘটলো হাজারও মুসল্লির। যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিমদের বেশ কয়েকটি সামাজিক সংগঠনের সম্মিলিত প্রয়াসে পূর্ণতা পায় এই আয়োজন। এসময় তরুণ ইমাম ফরাজ হোসেনের নেতৃত্বে সম্পন্ন হয় তারাবির নামাজ। যেখানে সন্ধ্যার আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ার। হাজারো মুসল্লির কন্ঠে সমস্বরে উচ্চারিত হয়,’নারায়ে তাকবির,আল্লাহু আকবার’।
নামাজ আদায় শেষে যু্দ্ধ থেকে পরিত্রাণ এবং সকল প্রকার সংকট থেকে মুসলিমদের হেফাজত উত্তরণের জন্য মহান রবের দরবারে করা হয় বিশেষ মোনাজাত। এছাড়া ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে গৃহহারা,পরিবার হারানো অসহায় ফিলিস্তিনবাসীদের জন্য কান্নায় ভেঙে পরে হাজারো মানুষ। সংকট থেকে মুক্তি লাভের জন্য দোয়া করা হয় মুসলিম দেশ বিশেষত আফগানিস্তান এবং সুদানের জন্যও।
এবিষয়ে উদ্যোক্তারা জানান, ইসলামভীতি দূর করা,যু্দ্ধ এবং সংকটে মুসলিমদের একাত্মতা, ধর্মের প্রকৃত সৌন্দর্য সম্পর্কে জানানো এবং সম্প্রীতির বার্তা তুলে ধরতেই এমন আয়োজন। এছাড়া সারা বিশ্বে বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত টাইমস স্কয়ারে এসময় তারাবির নামাজে অংশ নেন নারীরাও।
গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হিজাব পরিহিত এক মুসলিম নারী বলেন, আমরা চাই বিশ্ব থেকে ইসলামোফোবিয়া দূর হোক, হিজাবকে পবিত্রতা রক্ষা এবং ধর্মীয় নিয়ম পালনের একটি উপকরণ হিসেবেই বিবেচনা করা হোক।
তিনি আরও বলেন, তাছাড়া এখানে আমরা সমবেত হয়েছি মুসলিম-অমুসলিম সবার সাথে রমজানের বিশেষ মূহুর্তগুলো ভাগ করে নিতে। একসাথে খাবার খাওয়াসহ নিজ ধর্ম সম্পর্কে অমুসলিমদের পরিচয় করানো অসাধারণ একটি বিষয়।