Status

ফিফা নারী ফুটবল পেছাল বাংলাদেশ

ইংলিশ প্রধান কোচ পিটার জেমস বাটলারের অধীনে নতুন শুরু হয়েছে বাংলাদেশ নারী ফুটবলের। সাফজয়ী দলের ১৮ ফুটবলার এই কোচকে বয়কটের ঘোষণা আগেই দিয়েছেন। বাটলারও তাদের ছাড়াই দল পরিচালনার ব্যাপারে এখন পর্যন্ত একাট্টা। ফলে সাবিনা খাতুন-মাসুরা পারভীনদের ছাড়াই সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত নারী দলের বিপক্ষে নতুন দল নিয়ে দু’টি ম্যাচ খেলেছেন বাটলার। দুই ম্যাচেই বাংলাদেশ দল ৩-১ গোলে হার মেনে নেয়। তারই ফল হিসেবে তারা এবার ফিফা র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছে।
গতকাল নারী ফুটবলের নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যেখানে বাংলাদেশ এক ধাপ পিছিয়ে ১৩৩তম স্থানে নেমে গেছে। প্রায় ৬ পয়েন্ট হারিয়ে বর্তমানে আফিদা খন্দকারদের রেটিং পয়েন্ট ১০৯১.৮১। আরব আমিরাতের বিপক্ষে গত ২৭ ফেব্রুয়ারি ও ৩ মার্চ দুই ম্যাচ খেলেছিল বাংলাদেশের মেয়েরা। উভয় ম্যাচেই প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর আফিদা একটি করে গোল করে ব্যবধান কমালেও, বাংলাদেশ ৩-১ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে।
এর আগে ফিফার সবশেষ র‌্যাঙ্কিং প্রকাশের আগমুহূর্তে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হয় সাবিনা-ঋতুপর্ণা চাকমারা। তারই সুবাদে তারা ৭ ধাপ এগিয়ে ১৩২ নম্বরে উঠে এসেছিল। নতুন যাত্রার শুরুতে দু’টি ম্যাচে হোঁচট খেয়েছে বাংলাদেশ দল। হারও দেখেছে একই ব্যবধানে। যার প্রভাব পড়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ে।
বিশ্ব নারী ফুটবলের র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছে সর্বোচ্চ বারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। এরপর যথাক্রমে আছে স্পেন, জার্মানি, ইংল্যান্ড ও জাপান (তিন ধাপ উন্নতি)। তবে এক ধাপ করে পিছিয়ে পরের তিন স্থানে যথাক্রমে সুইডেন, কানাডা ও ব্রাজিলের মেয়েরা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দুই দেশ ভারত (৬৯) ও নেপাল (৯৯)।
এছাড়া দুই ম্যাচের সিরিজে বাংলাদেশকে হারানো আরব আমিরাতের মেয়েরা পাঁচ ধাপ এগিয়ে ১১২তে উঠে এসেছে। এবারের র‌্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ৭ ধাপ করে উন্নতি হয়েছে কেনিয়া (১৪২) ও তানজানিয়ার (১৩৪)। আর তিউনিশিয়ার (৮৯) সর্বোচ্চ ১১ ধাপ অবনতি হয়েছে।

Source link

Leave a Reply

Back to top button