Status

ফান্দাউক দরবার শরীফের পীর ছাহেব কিবলার উফাত দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নাছিরনগর উপজেলার আধ্যাত্মিক মাখরাজ ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীরে কামেল মোকাম্মেল হাদিয়ে বাঙ্গাল, মোজাদ্দেদে জামান, রাছুলনোমা আলহাজ্ব শাহ্ সূফী সৈয়দ নাছিরুল হক মাছুম আল কাদরী, চিশতী, নকশেবন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (রহঃ) ছিলেন, হক্কানী পীর ও আদর্শ মানুষ।

 

 

তিনি সমাজের জন্য আদর্শ ও মডেল ছিলেন। তিনি যুগ শ্রেষ্ঠ অলিয়ে কামেলের পাশাপাশি একজন আদর্শ শিক্ষকও ছিলেন। তিনি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের নিকট একজন আদর্শ মানুষ হিসেবে পরিচিতি ও সুখ্যাতি লাভ করেছিলেন। তিনি ছিলেন, রাসুলনামা, তিনি নিজে রাসুলকে দেখতেন এবং অন্যকেও দেখাতে পারতেন। হুজুর কিবলা ফান্দাউকী (রহঃ) কে শুধু সভা, সমিতি ও সেমিনারে সীমাবদ্ধ রাখলে চলবে না। তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। উনার দেখানো পথ অনুসরণ ও অনুকরণ করা সকল মুরিদান ও ভক্তবৃন্দের দায়িত্ব ও কর্তব্য। উনার আদর্শ থেকে আমাদের শিক্ষা নিতে করতে হবে। অলি, আউলিয়া ও নবী রাসুলগন মরে নাই।

 

 

 

তাদেরকে আল্লাহ পাক করবে রিজিক দেন। বেহেশতের সুখ শান্তি দান করেন এবং বেহেশতের যেকোন স্থানে স্বাধীন ভাবে বিচরণ করতে পারেন। তিনির জীবদ্দশায় ফান্দাউক মদিনাতুল উলূম মাদ্রাসাটির উন্নয়ন পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করার কারনে মাদ্রাসাটি আজ আলিম মাদ্রাসা উপনীত হয়েছে এবং দিন দিন মাদ্রাসাটি উন্নতি দিকে এগিয়ে যাচ্ছে।

 

 

 

গত ২৮ ফেব্রুয়ারি ২৫ ইং তারিখে হুজুর কিবলা ফান্দাউকী ১৫তম উফাত দিবস উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের বর্তমান গদ্দিনশীন পীর আলহাজ্ব মাওলানা মুফতী শাহসুফী সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল- হোসাইনী ছাহেব উপরোক্ত কথাগুলো বলেন। দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে দরবার শরীফের পক্ষ থেকে সকাল থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল, খতমে কোরআন,খতমে আম্বিয়া, খতমে বুখারী, খতমে খাজাগান, হামদ নাত, আলোচনা সভা, ফাতেহা শরীফ পাঠ, মাজার জিয়ারত, মিলাদ শরীফ পাঠ, দোয়া-মোনাজাত, ও শিন্নি (তাবারুক) বিতরণ ইত্যাদি।

 

 

ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হোসাইনীর সভাপতিত্বে এবং দরবার শরীফের মুখপাত্র আলহাজ্ব মাওলানা মুফতি শাহ সূফী সৈয়দ মঈনউদ্দীন আহমাদ আল-হোসাইনীর তত্বাবধানে অনুষ্ঠিত উফাত দিবসে উপস্থিত ছিলেন, পীরজাদা আলহাজ্ব মাওলানা শাহসুফী সৈয়দ আবু বকর ছিদ্দিক আল-হোসাইনী, পীরজাদা আলহাজ্ব মাওলানা শাহসুফী সৈয়দ বাকের মোস্তফা সহ হুজুর কিবলা ফান্দাউকী (রহঃ) এর মুরিদান ও ভক্ত বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক সহ হাজারো মুসল্লিগন অংশ গ্রহণ করেন।

 

 

পরে পীর সাহেব কিবলা দরবার শরীফ, বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের শান্তি, ঐক্য ও মুর্দা মুসলমানের রূহের মাগফিরাত কামনা করে সর্বশক্তিমান আল্লাহর নিকট মোনাজাত পরিচালনা করেন।

Source link

Leave a Reply

Back to top button