ফরিদপুরে গৃহবধূ হত্যায় দু’জনের যাবজ্জীবন

ফরিদপুরে আকলিমা বেগম ওরফে সোনিয়া (৩০) নামের এক গৃহবধূ হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে তাদেরকে আরো দুই মাসের বিনাশ্রম কারাদ- ভোগ করতে হবে।
গতকাল বুধবার ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন। নিহত সোনিয়া ফরিদপুরের সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের জমাদ্দার ডাঙ্গী গ্রামের আ: ওহাব শেখের মেয়ে।
যাবজ্জীবন কারাদ-প্রাপ্তরা হলেন- রাজবাড়ীর কালুখালী উপজেলার খামারবাড়ি এলাকার আ. খালেক বিশ্বাসের ছেলে সালাম বিশ্বাস ও একই উপজেলার মোহনপুর এলাকার মৃত আব্দুল কুদ্দুস শেখের ছেলে মো. আনিছুর রহমান।
রায় ঘোষণার সময় মো. আনিছুর রহমান আদালতে হাজির ছিলেন না। আদালতে উপস্থিত সালাম বিশ্বাসকে পুলিশ পাহারায় ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Source link

Exit mobile version