ফরিদপুরে কলেজছাত্র হত্যায় একজনের যাবজ্জীবন

ফরিদপুরে কাজী মুনসেরাতুল রহমান আলিফ (১৮) নামের এক কলেজাছাত্র হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।

নিহত কাজী মুনসেরাতুল রহমান আলিফ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাসামনদিয়া এলাকার কাজী জিল্লুর রহমানের ছেলে ও সরকারি ইয়াছিন কলেজের শিক্ষার্থী ছিলেন।

দ-প্রাপ্ত আসামি হলেন- ফরিদপুর শহরের কুঠিবাড়ী কমলাপুর এলাকার আলমগীর হোসেনের ছেলে সিফাত হোসেন আবির (২৬)। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রকিবুল ইসলাম বিশ্বাস বলেন, এই রায়ে প্রমাণ হয়েছে অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে। এ রায়ে আমরা সন্তুষ্ট।

Source link

Exit mobile version