প্রয়াত এম সাইফুর রহমানকে স্মরণ করলেন বিশিষ্টজনরা


অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসিসহ মৌলিক সংস্কারের জন্য দুর্বৃত্তায়ন হওয়ার পরও অর্থনীতি বেশ কিছু দূর টেনে নেওয়া গেছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে বণিক বার্তা ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) যৌথ আয়োজনে ‘গুণীজন সংবর্ধনা ২০২৪’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ।

এবার প্রথমবারের মতো মরণোত্তর সম্মাননা জানানো হয়েছে। মরণোত্তর সম্মানে ভূষিত হয়েছেন বাংলাদেশ সরকারের প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান।

তিনি আরও বলেন, তিনি যদিও অ্যাকাউন্টেন্ট ছিলেন। সাধারণত অ্যাকাউন্টেন্টরা ন্যারো স্কেলে কাজ করেন। কিন্তু তিনি ছিলেন ব্যতিক্রম। তার মতো মানুষ আমরা পেয়েছি। এজন্য আমাদের জাতি হিসেবে গর্বিত হওয়া উচিত।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দীন আহমেদ বলেছেন, আমার চাকরিজীবনে তার মতো চমৎকার, তীক্ষ্ণবুদ্ধিসম্পন্ন, বন্ধুসুলভ ব্যক্তি দেখিনি। যখন ব্যাংকের লাইসেন্স দেওয়া হচ্ছিল না তখন আমি তার সঙ্গে দেখা করি। তিনি আমাকে ৩ মাস সময় দিয়ে বলেন তুমি তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করে আসবা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের দেখানো পথেই আগামী দিনে অর্থনৈতিক সংস্কার হবে।

এ আয়োজনে এম সাইফুর রহমানের জীবন ও কর্মের ওপর আলোকপাত এবং স্মৃতিচারণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, সাবেক অর্থ সচিব ও পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খান।

এম সাইফুর রহমান ১৯৭৬ থেকে ২০০৬ পর্যন্ত বিভিন্ন সময়ে বাংলাদেশ সরকারের অর্থ, বাণিজ্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এসব দায়িত্ব পালনকালে তিনি ভ্যাট, পোশাক খাতে ব্যাক-টু-ব্যাক এলসি, বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা চালুসহ অর্থনীতিতে ব্যক্তি খাতের বিকাশ ও নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি ১৯৭৬-১৯৮০ পর্যন্ত বাণিজ্যমন্ত্রী, ১৯৮০-১৯৮২ পর্যন্ত অর্থমন্ত্রী, ১৯৯১-১৯৯৬ পর্যন্ত টেকনোক্র্যাট অর্থমন্ত্রী এবং ২০০১-২০০৬ সাল পর্যন্ত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

এসআরএস/এসএম/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version