Status

প্রতিবেশীকে কষ্ট দেয়া ও কারো প্রতি শত্রুতা পোষণ করা হারাম :আখেরী মোনাজাতপূর্ব নসীহতে পীর সাহেব সোনাকান্দা

গত বুধবার থেকে দুই দিনের ঐতিহ্যবাহী কুমিল্লা সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বার্ষিক ঈছালে ছাওয়াবে মাহফিল শেষে শুক্রবার বাদ ফজর তরীক্বতের তা’লীম-তাওয়াজ্জোহের পর মহান আল্লাহ রব্বুল আলামীনের দরবারে আখেরী মোনাজাত পেশ করা হয়। দেশ ও জাতির ইহ ও পরকালীন কল্যাণ কামনা করে আমীরে ‘বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহ’ সোনাকান্দা দরবার শরীফের পীর সাহেব প্রিন্সিপাল আলহাজ মাওলানা মুহাম্মাদ মাহমুদুর রহমান মোনাজাত পরিচালনা করেন।
মাহফিলের শেষদিনে আখেরি মোনাজাতে হাজার হাজার মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে। চারদিক থেকে জনসাধারণ এসে দরবার ময়দানে মিশে জনসমুদ্রে পরিণত হয়। দেশের বিভিন্ন অঞ্চলের লোকজন ছাড়াও আশপাশের বিভিন্ন দেশের অনেক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে এই মাহফিল কার্যত আন্তর্জাতিক সম্মেলনের রূপ পরিগ্রহ করে।
মহান আল্লাহ রব্বুল আলামীনের নৈকট্য লাভের আশায় সারা বাংলার প্রত্যন্ত এলাকা থেকে আল্লাহভীরু ও রাসূল প্রেমিকরা হাজির হন মাহফিলে। নিজের ও আহল-আওলাদের গুনাহখাতা মাফের জন্য এবং দেশ-জাতির ইহ ও পরকালীন সার্বিক কল্যাণ কামনা করে অনুষ্ঠিত আখেরি মোনাজাতে কান্নার রোল পড়ে যায়। আল্লাহ পাকের দরবারে মোনাজাতের কান্নাকাটি আর আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মাহফিল এলাকা এবং আশপাশের পরিবেশ ও আকাশ-বাতাসে বেহেশতী আমেজ ছিল লক্ষণীয়। সেই সময় সোনাকান্দা দরবার এবং এর আশপাশের এলাকায় এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়।
মোনাজাতের পূর্বে দরবারের পীর সাহেব আগত মুসল্লিয়ানে কেরামের উদ্দেশে এক হৃদয়গ্রাহী আবেদনে বলেন- প্রতিবেশীকে কষ্ট দিবেন না, কোনো মানুষের প্রতি শত্রুতা পোষণ করবেন না। প্রতিবেশী মুসলিম হোক কিংবা অমুসলিম হোক তাদের কাউকে কষ্ট দেয়া এবং কারো প্রতি শত্রুতা পোষণ করা হারাম।
ইসলামী আচরণের মৌলিক উৎস হলো বরকতময় পবিত্র কুআন ও পবিত্র সুন্নাহ। এ পবিত্র কিতাব দুটির শিক্ষা ও ধারণাগুলোর শিক্ষ হলো নৈতিকতা, ভালোবাসা, সমবেদনা, বিনয়, ত্যাগ, ধৈর্য ও শান্তি। যারা এসব নৈতিক উপদেশগুলো মেনে চলে, স্বভাবতই সে হয় সব থেকে ভদ্র, বিনয়ী, চিন্তায় সাবধানী, আচরণে শালীন, বাছ-বিচারে ন্যায়বিচারক ও বিশ্বাসে দৃঢ় প্রত্যয়ী। তখন মানুষ ও সমাজ তাকে আপন ভাবতে থাকে। যে ভালোবাসা, শ্রদ্ধা ও বেঁচে থাকার আনন্দ নিজের চার দিকে ছড়িয়ে দিয়ে সবার সাথে মিলেমিশে চলে সেই প্রকৃত মুসলমান।
মহান আল্লাহ রব্বুল আলামীনের দরবারে পেশকৃত আরজী-আবেদন আখেরী মোনাজাতে আমীন আমীন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে আকাশ ও বাতাস। আইন শৃঙ্খলা বাহিনী, দরবার ও মাদরাসার স্বেচ্ছাসেবক বাহিনীর আচার ব্যবহার ও আতিথেয়তায় অনেকেই সন্তুষ্টি প্রকাশ করেন।
উপদেষ্টা আসিফ মাহমুদ সোনাকান্দায়
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া মাহফিলের শেষ দিনে সোনাকান্দায় উপস্থিত হন। এ সময় এলাকাবাসী ও সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ ও বহুমুখী কামিল মাদরাসার পক্ষে অনেক দাবি-দাওয়া পেশ করা হয়। তিনি মনোযোগসহকারে এগুলো শোনেন। মাহফিলের স্মৃতিচারণ করে তিনি বলেন- আমি ছোট বেলায় এ মাহফিলে বহুবার এসেছি। এখানে লাখ লাখ লোকের সমাবেশ হয়অ। এ দরবার, মাদরাসা ও এলাকার উন্নয়নে যথাসম্ভব আমি সবকিছু করবো ইন শা-আল্লাহ। এসময় তিনি অন্তর্বর্তীকালীন সরকার যাতে সংস্কার কর্মকা-সহ তাদের ওপর অর্পিত যাবতীয় দায়-দায়িত্বগুলো সুষ্ঠুভাবে পালন করতে পারে এজন্য মাহফিলে আগত মুসল্লিয়ানে কেরামগণের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন।

 

Source link

Leave a Reply

Back to top button