Status

প্রকৃত মুসলমান স্নেহ ভালোবাসা শ্রদ্ধা ও বেঁচে থাকার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিয়ে মিলেমিশে চলে -পীর সাহেব সোনাকান্দা

গতকাল বুধবার থেকে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী কুমিল্লা সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল শুরু হয়েছে। বাংলাদেশের সর্ববৃহৎ ধর্মীয় বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিলগুলোর অন্যতম এ মাহফিলে দেশ বিদেশের ১৫ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানের আগমন ঘটে থাকে। মাহফিল চলাকালে নিরপত্তার স্বার্থে মাহফিল ময়দানের নিকটবর্তী স্থানে ফায়ার সার্ভিস কর্মীদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে। নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত রাখতে অতিরিক্ত জেনারেটর স্থাপন করা হয়েছে।
মাহফিলকে ঘিরে গোটা এলাকায় উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। সোনাকান্দা দারুল হুদা স্নাতকোত্তর বহুমুখী কামিল মাদরাসাটি বাংলাদেশে গ্রামীণ জনপদে স্থাপিত প্রথম বিশ্ববিদ্যালয় পযায়ের অতি পুরুনো বিদ্যাপীঠ। আরব-আজমে ইসলামের ঐতিহাসিক স্থানগুলোতে ব্যাপকভাবে সফর ও কঠিন রিয়াজতকারী সাধক পীর আলহাজ্জ মাওলানা হাফেজ আব্দুর রহমান হানাফী (রহ:) ১৯৪২ সালে মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। দরবারের প্রতিষ্ঠা আরো অনেক আগে। এ মহান সাধক প্রাণপুরুষের যোগ্য উত্তরসুরী তারই ঔরসজাত সন্তান আরেক প্রবাদপ্রতীম প্রাণপুরূষ আলহাজ্জ মাওলানা আবু বকর মুহাম্মাদ সামছুল হুদা (রহ.) এ দরবার ও মাদরাসাকে আন্তর্জাতিক মানে উন্নীত করেন।
এ দরবার ও মাদরাসার তৃতীয় প্রাণপুরুষ বর্তমান গদ্দীনশীন পীর আলহাজ্জ হযরত মাওলানা প্রিন্সিপাল মাওলানা মাহমুদুর রহমান তার মরহুম দাদা হুজুর ও বাবা হুজুর (রহ.)-এর ইসলাহী সংগঠন আঞ্জুমানে মুঈনুল মুসলিমীন ও বিশ্ব জমিয়তে তা’লীমে হিযবুল্লাহকে ঢেলে সাজিয়ে এর নামকরণ করেন বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহ। তিনি এ সংগঠনের আমির। সোনাকান্দা দরবার ও মাদরাসা একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ইলমে শরীয়ত ও তরীক্বত চর্চার উর্বর পাদভূমি।
প্রতিনিয়ত যেমনিভাবে এ বিদ্যাপীঠে জন্ম নিচ্ছে সুশীল লেখক, গবেষক, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবি, সমাজ সেবক, মানবহিতৈষী স্বার্থক মানবাধিকারের ধারক, বাহক, কথক, প্রচারক ও প্রসারক, তেমনিভাবে দরবারে চার তরীক্বায় জিকির-আজকার তালীম তাওয়াজ্জোহ, ধ্যান, মোরাক্বাবা মোশাহাদার প্রশিক্ষণ লাভ করে জীবন সাধনার উচ্চ মাক্বাম লাভে ধন্য হয়। বার্ষিক ইছালে ছাওয়াবের এ মাহফিলটি তাদের পদচারণায় আনন্দিত, জীবন চিত্তের উতায় আহ্লাদিত ও বহুপ্রাণের সম্মিলনে মুখরিত।
উদ্বোধনী অনুষ্ঠানে পীর সাহেব বলেন- ইসলামী আচরণের মৌলিক উৎস হলো পবিত্র কুআন ও পবিত্র সুন্নাহ শরিফ। এ পবিত্র কিতাব দুটির শিক্ষা ও ধারণাগুলোর ভিত্তি হলো নৈতিকতা, ভালোবাসা, সমবেদনা, বিনয়, ত্যাগ, ধৈর্য ও শান্তি। যারা এসব নৈতিক উপদেশগুলো মেনে চলে, স্বভাবতই সে হয় সবথেকে ভদ্র, বিনয়ী, চিন্তায় সাবধানী, শালীন, ন্যায়বিচারক ও বিশ্বাসী। তখন মানুষ তাকে আপন ভাবতে থাকে। সেই হলো প্রকৃত মুসলমান যে ভালোবাসা, শ্রদ্ধা ও বেঁচে থাকার আনন্দ নিজের চার দিকে ছড়িয়ে দিয়ে সবার সাথে মিলেমিশে চলে।
কুরআন মানুষের কাছে এসেছে সত্যের পথপ্রদর্শক হিসেবে। এ আসমানী কিতাবে আল্লাহ আমাদের আদেশ দিয়েছেন উন্নত নৈতিক আদর্শকে গ্রহণ করতে। আরবি যে শব্দ থেকে ইসলাম এসেছে তার অর্থ শান্তি। ইসলাম এসেছে শান্তির ইচ্ছা নিয়ে, যাতে আল্লাহর অনন্ত ক্ষমা ও সান্ত¡নার বার্তা এ পৃথিবীতে স্পষ্টভাবে প্রকাশ পায়। আল্লাহ্ সবাইকে ইসলামি মূল্যবোধের প্রতি আহ্বান করেন যাতে পৃথিবীর সবাই সহনশীলতা, ক্ষমা, শান্তি উপভোগ করতে পারে।
মাহফিলে তাফসীরুল কোরআন, দরসে হাদীছ, তরীক্বত তাছাউফের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মূল্যবান ওয়াজ নসিহত চলছে। আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রাবার বাদ ফজর। মুনাজাত পরিচালনা করবেন বাংলাদেশ তালীমে হিযবুল্লাহ আমির ও সোনাকান্দা দারুল হুদা দরবার শরিফের পীর প্রিন্সিপাল মাওলানা মাহমুদুর রহমান। সবাইকে মাহফিলে জকিরের সাথে যোগদানের আমন্ত্রণ জানানো হয়েছে।

Source link

Back to top button