প্যাকেটজাত চিনির দাম কেজিতে ৫ টাকা কমছে

আমদানিকারক প্রতিষ্ঠানগুলো প্যাকেটজাত চিনির দাম কেজিতে ৫ টাকা কমাচ্ছে। এখন থেকে খোলা বাজারে প্রতি কেজি প্যাকেটজাত চিনি বিক্রি হবে ১২০ টাকায়। এতদিন এর দাম ছিল ১২৫ টাকা। একই সঙ্গে খোলা চিনির দাম দুই টাকা কমে হচ্ছে ১১৮ টাকা।

 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) চিনি পরিশোধনকারী ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর সূত্রে এ তথ্য জানা গেছে।

 

বর্তমানে প্রতি কেজি খোলা চিনি ১২০ এবং প্যাকেটজাত চিনি ১২৫ টাকা কেজি দামে খোলা বাজারে বিক্রি হচ্ছে।

 

জানা গেছে, বিশ্ববাজারে অপরিশোধিত চিনির দর কিছুটা কমে আসায় স্থানীয় বাজারেও দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে চিনির বাজারে শীর্ষ অবস্থানে মেঘনা ও সিটি গ্রুপ। মেঘনা গ্রুপ ইতিমধ্যে কম দামের চিনি বাজারজাত শুরু করেছে। সিটি গ্রুপও কমানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানা গেছে।

 

এ বিষয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহকারী ব্যবস্থাপক তাসলিম শাহরিয়ার সংবাদমাধ্যমকে বলেন, “গত সোমবার থেকে নতুন দাম উল্লেখ করে প্যাকেট ছাপানো শুরু হয়েছে। এরই মধ্যে বাজারে চিনি সরবরাহ শুরু করেছি আমরা।”

Source link

Exit mobile version