পেকুয়ায় ভূপৃষ্ঠের ওপরে অলিম্পিক স্টেডিয়ামের উদ্বোধন

কক্সবাজারের পেকুয়ায় নান্দনিক ও দৃষ্টিনন্দন স্টেডিয়ামের শুভ উদ্বোধন হয়েছে।  বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কলেজ গেইট চৌমুহনীর উপকন্ঠে ক্রেমলিন চৌধুরী প্লাজার তৃতীয় তলায় এ মিনি স্টেডিয়ামের শুভ উদ্বোধন করা হয়েছে। 

 

 

ক্রীড়াঙ্গনে এ প্রথম যুক্ত হয়েছে ভূপৃষ্ঠ থেকে উপরে অলিম্পিক মিনি স্টেডিয়ামের। স্মার্ট এ স্টেডিয়ামে সবুজ গালিচার মধ্যে চলবে দিবারাত্রি ফুটবল ম্যাচ। স্পোর্টস এ্যারেনা বিশ্ব ক্রীড়াঙ্গনে অত্যান্ত জনপ্রিয় পরিচিত ভেন্যু। ক্রীড়ামোদি দর্শক স্রোতাদের সত্যিই আচার্য্য ও বিমোহিত করবে। 

 

 

এই মাঠের আদলে পেকুয়ায় এ প্রথমবার সবুজ গালিচা বিছানো স্পোর্টস এ্যারেনার আত্মপ্রকাশ পেয়েছে।  সু-উচ্চ দালানের বিশাল ছাদে একঝাঁক ক্রীড়ামোদি নতুন প্রজন্মের তরুণ এমন একটি খেলার মাঠের প্রবর্তক। 

 

 

অলিম্পিক ক্রীড়াঙ্গনের জন্য মিনি গোলবার রয়েছে। ১৪ জন খেলতে পারবে প্রতিটি ম্যাচে। প্রতিদ্বন্ধী দুদলের জন্য নির্ধারিত খেলোয়াড় ৭+৭। তবে একজন রেফারি থাকবেন ম্যাচ পরিচালনার জন্য। 

 

 

এ ব্যাপারে পেকুয়ার কর্মরত গণমাধ্যম কর্মী দৈনিক ইত্তেফাক পত্রিকার পেকুয়ার সংবাদদাতা রেজাউল করিম বলেন, পেকুয়ার ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে আমরা এ উদ্যেগ নিয়েছি। দিবারাত্রি চলবে খেলা। স্পোর্টস এ্যারেনার মাধ্যমে পেকুয়াকে আমরা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দিতে চাই। তরুণরা এসে শরীর চর্চাসহ ফুটবল ম্যাচে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে পেকুয়ায়

Source link

Exit mobile version