পেকুয়ায় জামায়াত সেক্রেটারির ওপর হামলা

 

কক্সবাজারের পেকুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলা সেক্রেটারি ডাক্তার নুরুল কবিরের ওপর অর্তকিত হামলার ঘটনা ঘটেছে।

রবিবার ২ মার্চ দিনগত রাত বারোটা দিকে উপজেলার টইটং ইউনিয়নে তাহার নিজ বাড়ির সামনে একটু অদূরে এবিসি মহাসড়কে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত জামায়াত নেতা ডাঃ নুরুল কবির জানান, তারাবির নামাজ শেষে (টইটংয়ের পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনের পাশে) এলাকার মিয়া নামের একজন ফার্নিচার ব্যবসায়ীর সালিশি বৈঠকে বসি, টইটং ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোসলেহ উদ্দিন, যুগ্ন আহবায়ক শাহাজান, সাবেক এমইউপি মছু সহ গণ্যমান্য আরো অনেকে।

বৈঠক শেষে বাড়ির সামনে পৌঁছালে রাত বারোটা দিকে হেলমেট ও ইউনিফর্ম পরিহিত দুই মটর সাইকেল আরোহী গতিরোধ করে। ধারালো ছুরি ও হকিস্টিক দিয়ে আঘাত করে ব্যবহ্নত মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় তারা। এ সময় চিৎকারে স্থানীয়রা বের হয়ে তাদের ধাওয়া দিলে দুর্বৃত্তরা দ্রুত পেকুয়া অভিমুখে চলে যায়।

এই বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পেকুয়া উপজেলা আমীর মাওলানা ইমতিয়াজ জানান, দূর্বৃত্তের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই বিষয়ে পেকুয়া থানা ওসি তদন্ত দূর্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় জিডি দেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত চলছে।

Source link

Exit mobile version