
কক্সবাজারের পেকুয়ায় গভীর রাতে গুলিবর্ষণ করে চট্টগ্রাম নগরীর চকবাজার থানায় কর্মরত ওসি জাহেদের গ্রামের বাড়ি শিলখালী থেকে তিনটি গরু নিয়ে যায় একদল ডাকাত। গত রোববার দিনগত রাত ১টা ৩০ মিনিটের দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের চড়াপাড়া (সালাহ উদ্দিন ব্রিজ এলাকায়) এ ঘটনা ঘটে। ওসি জাহেদুল কবির একই এলাকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আহমদ কবিরের ছেলে।
এদিকে ওসি জাহেদুল কবিরের ছোট ভাই মনিরুল কবির রাশেদ জানান, বাড়িতে গরুর খামার রয়েছে এবং আমি খামারের দেখাশুনা করি। রমজান মাস উপলক্ষে রাতে দ্রুত ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক সোয়া ১টার দিকে পাশের বাড়ির এক ব্যক্তি ফোন করে জানায়, খামার থেকে পিকআপে তুলে গরু নিয়ে যাচ্ছে ডাকাতেরা। আমি বের হয়ে দেখি সড়কে একটি পিকআপ দাঁড়িয়ে আছে এবং সেখানে গরু তুলে নেওয়া হচ্ছে। ডাকাত ডাকাত বলে এগিয়ে গেলে তারা আমাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি করে। গুলির ভয়ে আমি বাড়িতে ডুকে যায় এবং পুলিশকে ফোন করি। তারপর ডাকাত দল তিনটি গরু গাড়িতে তুলে নিয়ে যায়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দূর্জয় বিশ্বাস বলেন, ঘটনার পর পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।