পেকুয়ায় কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নির্বাচন

কক্সবাজারের পেকুয়ায় কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (ঋণদান সমিতির) ১১’তম ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

 

 

বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি পেকুয়া বাজারের কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের স্থায়ী কার্যালয় সমবায় কমিউনিটি সেন্টারে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত সদস্যদের ভোট গ্রহণ করা হয়েছে।

 

 

রাত আটটায় ভোট গণনা শেষে বেসরকারি ভাবে সভাপতি পদে তারেক সিদ্দিকী, সহ-সভাপতি পদে সাংবাদিক সাজ্জাদুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে জসিম উদ্দিন নির্বাচিত হয়েছেন। সদস্য পদে মোহাম্মদ নুর আলম, জাফর আলম, সারজিল হাসান সাহেদ বিজয়ী হয়েছেন।

 

 

সমিতির ৮ হাজার ৩০০ জন সদস্যের মধ্যে ৬ হাজার ১০ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

 

এসময় প্রধান নির্বাচন কমিশনার ও পেকুয়া উপজেলা সমবায় কর্মকর্তা মোস্তাফা জামান ভোট গণনা শেষে বেসরকারি ভাবে রাত দশটার দিকে ফলাফল ঘোষণা করেন।

 

Source link

Exit mobile version