পূর্বের ন্যায় ইবতেদায়ী শিক্ষকগণ যেন আশাহত না হয় সেব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে : বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন

 প্রথম ধাপে ৬ হাজারের অধিক ইবতেদায়ী শিক্ষকদের এমপিও প্রস্তাবনায় সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ স্বাক্ষর করে দেশের ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মনে আশার আলো জুগিয়েছে।

 

এমন যুগান্তকারী উদ্যোগে শিক্ষা উপদেষ্টা ও মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগকে ধন্যবাদ জানিয়ে পূর্বের ন্যায় যাতে শিক্ষকদের আশাহত না করা হয় সেদিকে লক্ষ রাখার আহ্বান জানিয়েছে দেশের মাদরাসা শিক্ষক কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। সংগঠনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজী এক বিবৃতিতে বলেন, ইবতেদায়ী শিক্ষকরা যুগযুগ ধরে অবহেলিত ও সুবিধাবঞ্চিত।

 

ইতিপূর্বে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের নেতৃত্বে ইবতেদায়ী শিক্ষকদের এমপিওভুক্তি ও উপযুক্ত সম্মানী আদায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে সরকারে উচ্চপর্যায়ের নির্দেশনা সাপেক্ষে অর্থ মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ হলেও কোন অজানা কারণে বাস্তবায়ন হয়নি তা আমাদের বোধগম্য নয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য বৈষম্য দূরীকরণ। তাঁদের এ লক্ষ্যে ভিত্তিতেই প্রাইমারি শিক্ষকদের সাথে ইবতেদায়ী শিক্ষকদের বৈষম্য নিরসনের প্রথম ধাপ হবে প্রস্তাবিত এমপিও বাস্তবায়নের মাধ্যমে বলে আমরা মনে করি।

 

নেতৃবৃন্দ বলেন, পূর্বের ন্যায় ইবতেদায়ী শিক্ষকগণ যেন আশাহত না হয় সেব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। স্বাক্ষরিত প্রস্তাবনার আলোকে বাস্তব পদক্ষেপ গ্রহণের মাধ্যমে চিরবঞ্চিত ও অবহেলিত শিক্ষকদের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিকতাই পারে যুগযুগ ধরে প্রতীক্ষিত দাবীর বাস্তবায়ন ঘটাতে।

 

Source link

Exit mobile version