Facebook Bio Status

পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, র‌্যাবের হাতে দুজন গ্রেফতার


রাজধানীর কারওয়ান বাজার এলাকায় হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

গ্রেফতাররা হলেন- মো. শাহীন আলম (২৭) ও মো. দ্বীন ইসলাম ওরফে কালু (২৩)। তারা
ঘটনার সঙ্গে জড়িত প্রধান দুই আসামি বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

তিনি বলেন, রাজধানীর কারওয়ান বাজারে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত প্রধান দুই আসামিকে দুপুরে কারওয়ান বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঘটনার বিবরণ তুলে ধরে খান আসিফ তপু বলেন, গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তেজগাঁও থানার একটি টহল দল কারওয়ান বাজার এলাকায় টহলরত অবস্থায় চিহ্নিত মাদক কারবারি মো. শাহীন আলমকে (২৭) মাদক বিক্রি করতে দেখে তাকে গ্রেফতার করে। শাহীন আলম তখন পালানোর চেষ্টা করে এবং চিৎকার করে অন্য মাদক কারবারিদের একত্রে করে। এসময় মাদক কারবারিরা দেশীয় অস্ত্র চাপাতি ও ছুরি নিয়ে পুলিশের টহল দলের ওপর হামলা করে আসামি শাহীনকে ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করে। এরপর আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব।

আরও পড়ুন

এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার দুপুরে দুই আসামিকে কারওয়ান বাজার এলাকা থেকে গ্রেফতার করে।

গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে খান আসিফ তপু বলেন, শাহীন আলম কারওয়ান বাজার এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার নেতৃত্বে চাঁদাবাজি, মাদক কারবার ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মাদক ও দস্যুতা মামলা রয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

কেআরর/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button