
অন্তর্বতীকালীন সরকার ঘোষিত ডেভিল হান্ট অভিযানে ২৪ ঘন্টায় ঠাকুরগাওয়ের পীরগঞ্জে ৩ জন গ্রেফতার হয়েছেন। গত সোমবার রাত থেকে মঙ্গলবার বৈকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় থানা পুলিশের পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন উপজেলার ৯ নং -সেনগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন রশিদ পারুল, উপজেলা আওয়ামীলীগ শিক্ষা বিষয়ক সম্পাদক ও পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধান শিক্ষক মফিজুল হক , ৭ নং- হাজিপুর ইউনিয়নের ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গয়া রাম।
তাদের কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম নিশ্চিত করে জানান। তিনি বলেন অভিজান অব্যহত রয়েছে।