পাবনায় ৪০ গাড়িতে ডাকাতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অতিরঞ্জিত


পাবনায় সড়কে গাছ ফেলে ৪০ গাড়িতে ডাকাতি শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা অতিরঞ্জিত বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং।

শনিবার (১ মার্চ) প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার পুলিশ প্রশাসনের বরাত দিয়ে জানান, বিভিন্ন গণমাধ্যমে ৪০ গাড়িতে ডাকাতির ঘটনাটি অতিরঞ্জিত। এ ঘটনা সম্পর্কে পাবনা জেলার সাঁথিয়া থানা পুলিশ একটি বিবৃতি দিয়েছে বলে তিনি জানান।

সাঁথিয়া থানা পুলিশের পরিদর্শক মোহাম্মদ সাইদুর রহমান স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাত অনুমানিক ১টা ৪৫ মিনিটে সাঁথিয়া থানাধীন করমজা ইউনিয়নে গাছ ফেলে সাঁথিয়া টু বেড়া পাকা রাস্তা বন্ধ করে অজ্ঞাতনামা ডাকাতেরা ১টি সাদা রংয়ের হাইস গাড়ি আটক করে। এরপর তারা গাড়িতে থাকা ৫ যাত্রী- প্রবাসী মো. শরিফুল ইসলাম (৩৬), প্রবাসী মো. উজ্জল হোসেন (৩৮), শাহীন (৩৬), মো. বিদ্যুৎ (৩৯) ও মো. সুমন আলীকে (৪০) অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে ৯০ গ্রাম স্বর্ণ (৭ ভরি ১৪ আনা), একটি ল্যাপটপ, একটি আইপ্যাড, একটি ছোট লাগেজ, ডায়মন্ড ও নাকফুল একটি, ৫০২ দিনার (বৈদেশিক মুদ্রা) ও নহদ ৫০ হাজার টাকা ছিনতাই করে।

বিবৃতিতে আরও বলা হয়, এসময় ডাকাতেরা একজন অজ্ঞাতনামা সিএনজিচালকের কাছ থেকে একটি মোবাইল ফোন এবং মো. ইমরান নামে এক মোটরসাইকেল চালকের কাছ থেকে একটি রেডমি মোবাইলও ছিনিয়ে নেয়। এরপর ৭/৮ জনের ওই ডাকাত দল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

এমইউ/এএমএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version