পানিভর্তি বালতিতে পড়ে প্রাণ গেলো শিশুর

গাইবান্ধার সুন্দরগঞ্জে বালতির পানিতে পড়ে জান্নাতি আকতার নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৫ মার্চ) সকালে বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের আব্দুল জলিল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। জান্নাতি ওই গ্রামের জাহাঙ্গীর মিয়ার মেয়ে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, জান্নাতির মা জেসমিন বেগম কাপড় ধুয়ে বালতি ভর্তি পানি নলকূপের পাড়ে রেখে গোয়াল ঘরে গরুকে খড় দিতে যান। এসে দেখেন জান্নাতি বালতির মধ্যে উপুড় হয়ে পড়ে আছে। এসময় জেসমিন বেগমের চিৎকারে পরিবারের সদস্যরা এসে দেখেন মারা গেছে জান্নাতি।
বেলকা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। সচেতনতার অভাবে এ ধরনের ঘটনা ঘটে থাকে।
গাইবান্ধা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা বলেন, এ নিয়ে ইউডি মামলা হয়েছে। কোনো প্রকার অভিযোগ না থাকায় পিতা-মাতার আবেদনের কারণে মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে।
এ এইচ শামীম/জেডএইচ/জেআইএম