পানিতে চলছে চার চাকার গাড়ি, অবাক বিশ্ব

শুরুতে দেখে ধাক্কা খেতেই পারেন আপনি। শরীরে চিমটি কেটেও দেখতে পারেন ঠিক দেখেছেন কি না। চার চাকার আস্ত গাড়ি চলছে পানিতে। তাও আবার মিশরের নীল নদে। প্রায় অসম্ভবকেই সম্ভব করে পানিতে চলতে পারে এমন জেট কার আবিস্কার করেছেন মিশরের এক উদ্যোক্তা। 

 

 

এই উদ্যোক্তার নাম করিম আমিন। তার তৈরি গাড়িটি যখন পানিতে চলে তখন কোনভাবেই মনে হবে না এটি পানির ওপর চলছে। পিচ ঢালা রাস্তার ওপর যেভাবে একটি স্বাভাবিক চার চাকার গাড়ি চলে ঠিক সেভাবেই দ্রুত গতিতে চলতে পটু এই গাড়িটি। মাত্র ৫০ হাজার ডলার নিয়ে পাঁচ বছর আগে শুরু করেছিলেন এই জেট কার নির্মাণ। কখনো ভাবেননি তার তৈরি গাড়ি চলবে পানিতে। অসম্ভবকেই সম্ভব করেছেন তিনি। তার জেট কার গুলোর স্পিড এতটাই যে, স্পিড বোডের চেয়েও বেশি গতিতে পানিতে চলতে সক্ষম এগুলো। আর নিরাপত্তা ব্যবস্থাও ভালো হওয়ায় পুরো বিশ্ব জুড়ে এখন জনপ্রিয় হয়ে উঠেছে করিম আমিনের তৈরি জেট কার। 

 

 

বর্তমানে বিশ্বের ৭০ টিরও বেশি দেশে চলছে মিশরের এই উদ্যোক্তার তৈরি জেট কার। করিম আমিন নিজেও উচ্ছসিত তার তৈরি গাড়ি নীল নদের বুক চিরে চলতে দেখে, এটিকে তিনি মিশরের গর্ব বলেও অভিহিত করেছেন। তিনি বলেন, ‘মিশরের নীল নদে যখন আমার তৈরি গাড়ি চলে তখন অবাক হাসি আসে মুখে, এটা মিশরের নিজস্ব গর্ব।’ করিম আমিনের তৈরি জেট কার গুলো বিভিন্ন মডেলের রয়েছে। প্রাথমিকভাবে যে ৪ টি মডেল দেখা যায় সবগুলোই দৃষ্টিনন্দন। এগুলো সহজেই মন কেঁড়ে নিবে যে কারোরই। কেউ কেউ তো মাজ করে এগুলোকে বিএমডাব্লিউ জেট কার বলেও ডাকেন। 

Source link

Exit mobile version