Facebook Bio Status

পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি, নারীর মৃত্যু


খাগড়াছড়ির পানছড়িতে পাহাড়ের দুটি আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনায় রূপসী চাকমা (২৬) নামের এক নারী মারা গেছেন।

সোমবার (৩ মার্চ) সকালে পানছড়ির দুর্গম দক্ষিণ ধুধুকছড়ার হাতিমারা এলাকায় এ ঘটনা ঘটে।

রূপসী চাকমা (২৬) দক্ষিণ ধুধুকছড়ার হাতিমারা এলাকার বাসিন্দা হেমন্ত চাকমার স্ত্রী।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা অভিযোগ করে বলেন, সকালে গ্রামে ঢুকে আমাদের কর্মীদের লক্ষ্য করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে স্থানীয় রূপসী চাকমার পিঠে গুলিবিদ্ধ হলে সঙ্গে সঙ্গে তিনি মারা যান।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, সকালে ইউপিডিএফ এবং জনসংহতির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক নারীর মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে নিহতের স্বজন, স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ অভিযোগ করেননি।

এমআরবি/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button