Status

পাকিস্তান দলের নিউজিল্যান্ড সফর

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার পরই গুঞ্জনটা শোনা যাচ্ছিল। পাকিস্তান দল থেকে বাদ পড়তে পারেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের মতো শীর্ষ তারকারা। গুঞ্জনটা শেষ পর্যন্ত আংশিক সত্যি হলো। নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়নি বাবর ও রিজওয়ানকে। এই সংস্করণ থেকে বাদ পড়েছেন পেসার নাসিম শাহও। তবে ওয়ানডে দলকে যথারীতি নেতৃত্ব দেবেন রিজওয়ান। ওয়ানডে দলে আছেন বাবর ও নাসিমও। তবে এই সংস্করণের দলে ঠাঁই হয়নি তারকা পেসার শাহিন আফ্রিদির।
আগামী ১৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে পাকিস্তান। সফর সামনে রেখে আজ ১৬ সদস্যের টি-টোয়েন্টি ও ১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ড জানিয়েছে, টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডে দলে আরেকজনকে যুক্ত করা হবে। টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন আগা সালমান। প্রায় নয় মাস পর দলে ফেরা শাদাব খানকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। এ বছর বিপিএলে খেলেছেন- এমন ৬ ক্রিকেটারকে টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে। অর্ন্তবর্তীকালীন প্রধান কোচ আকিব জাভেদ নিউজিল্যান্ড সফরেও থাকছেন। মোহাম্মদ ইউসুফকে ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।
পাকিস্তানের টি-টোয়েন্টি দল : আগা সালমান (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, হারিস রউফ, হাসান নেওয়াজ, জাহানদাদ খান, খুশদিল শাহ, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আলী, মোহাম্মদ হারিস, ইরফান খান, ওমেইর বিন ইউসুফ, শাহিন আফ্রিদি, সুফিয়ান মুকিম ও উসমান খান।
পাকিস্তানের ওয়ানডে দল : মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আগা সালমান (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আকিফ জাভেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ইরফান খান, নাসিম শাহ, সুফিয়ান মুকিম ও তৈয়ব তাহির।

Source link

Leave a Reply

Back to top button