
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে বাংলাদেশ-পাকিস্তান একটি দলও কাঙ্ক্ষিত জয় অর্জন করতে পারেনি। তবে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচটিতে দুই দেশেরই প্রত্যাশা ছিল জয় দিয়ে এই আসরের সমাপ্তি টানা। তবে প্রচন্ড বৃষ্টিতে সবকিছু পন্ড হয়ে যায়। শেষ অব্দি খেলাটাই হয়নি। তবে অকুন্ঠ সমর্থন দিয়ে যাওয়া দর্শকদের স্টেডিয়ামে রেখে যাওয়া একটি বাংলাদেশি পতাকা যেন সবকিছু জয় করে নেয়।
সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও। ভিডিওতে দেখা যায় কাকভেজা স্টেডিয়ামে কয়েকজন পাকিস্তানি তরুণ হাঁটাহাঁটি করছে। হঠাৎ দর্শক আসনে একজন একটি বাংলাদেশি ভেজা পতাকা কুড়িয়ে পায়।
এরপর সেই পতাকাটিকে হাতে তুলে নেয় ওই যুবক। লাল-সবুজের পতাকা প্রচন্ড আগ্রহে ক্যামেরার সামনে তুলে ধরেন ওই ব্যক্তি। পরবর্তীতে পতাকায় চুমু খান এবং তুলনামূলক একটি ভালো জায়গায় রেখে দেন। ভিডিওটি ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে ওই যুবক।
ভিডিওটির কমেন্ট বক্সে উসমান আহমেদ নামে একজন লিখেছেন, ‘মাশাল্লাহ! দেশ ভিন্ন হোক,তবে পতাকা পাক তার প্রাপ্ত সম্মান’ আরেকজন লিখেছেন, ‘ পাকিস্তানিদের হাতে বাংলাদেশের পতাকা শোভা পাচ্ছে, আল্লাহ চাইলে কিনা করতে পারে!’এছাড়াও বিভিন্ন মাধ্যমে নেটিজেনদের দাবি ভিডিওটি দুই দেশের সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গায় পাশাপাশি ইতিবাচক মেলবন্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হোক দেশ ভিন্ন কিংবা দর্শন আলাদা তবে প্রতিটি দেশের পতাকা এভাবেই অর্জন করুক তার প্রাপ্য সম্মান।