Status

পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন অভিনেতা সিয়াম

 

ঢালিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। ‘ভালোবাসা ১০১’ সিমেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে সিয়ামের। তবে এই অভিনেতার ক্যারিয়ার বদলে দেয় নির্মাতা রায়হান রাফির ‘পোড়ামন-২’ সিনেমা। এরপর আর কখনও পেছনে ফিরে তাকাতে হয়নি সিয়ামকে। ব্যক্তি জীবনে এক সন্তানের বাবা সিয়াম আহমেদ নামাজ পড়েন নিয়মিত। তবে তা কেউ জানেনা সে অর্থে।

 

 

এবিষয়ে সিয়ামের স্ত্রী অবন্তী বলেন, “ফজরের আজান যখন দেওয়া হয় তখন জামাতে সিয়ামকে পাওয়া যায়। সিয়াম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। এটা কেউ জানে না।”

 

 

অবন্তি আরো বলেন, “আপনি যদি কখনও আমাদের বাসায় কোন ইন্টারভিউ বা কোন কাজের উদ্দেশ্যে যান দেখতে পাবেন আমাদের বিল্ডিং-এর দোতলায় আশেপাশের অনেকেই নামাজ পড়ে। ওখানের প্রত্যেকটা মানুষ জানে ইভেন ফজরের আজান যখন দেওয়া হয় তখন সিয়ামকে পাওয়া যায়। যারা নামাজ পড়তে আসে তাদের যে কাউকে জিজ্ঞেস করলেই এটা বলে দিবে।”

Source link

Back to top button