পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত


পশ্চিমবঙ্গে বেপরোয়া ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী সিএনজি গাড়ির চালকসহ তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ৬ মার্চ সকালে মালদহ জেলার ৫১২ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নিজামুদ্দিন শেখ (৫৫), ললিত ভুইমালি (৬০), সিএনজিচালক আলতাফ হোসেন (৪২)। গুরুতর আহত ব্যক্তির নাম শামসুদ্দিন শেখ (৬০)।

আরও পড়ুন>>

জানা যায়, বৃহস্পতিবার সকালে সিএনজি অটোরিকশায় চেপে বাজারে যাচ্ছিলেন তিন যাত্রী। সেসময় একটি বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা মারে। মুহূর্তে উল্টে যায় সিএনজিচালিত গাড়িটি।

স্থানীয়রা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীদের হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। একজন গুরুতর আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী ইমতিয়াজ উদ্দিন মিয়া বলেন, সকালে সেহরি সেরে সিএনজিতে করে মাছ নিয়ে বাজারে যাচ্ছিলেন। তখন একটি ট্রাক এসে ধাক্কা মারলে তিনজনের মৃত্যু হয়। একজন গুরুতর আহত হয়েছেন।

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ডিডি/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version