পলিপাস অপারেশনে কলেজছাত্রের মৃত্যু, উধাও হাসপাতাল কর্তৃপক্ষ


ঝিনাইদহের কালীগঞ্জে নাকের পলিপাস অপারেশন করাতে গিয়ে উৎস ভট্টাচার্য্য নামের (১৭) এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) কালীগঞ্জ শহরের ফাতেমা ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত উৎস ভট্টাচার্য শহরের সরকারি মাহতাব উদ্দিন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ও কালীগঞ্জের ছোট রায় গ্রামের উজ্বল ভট্টাচার্য্যের ছেলে। এদিকে ঘটনা পর থেকে ক্লিনিক সংশ্লিষ্টরা গা-ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উৎস বৃহস্পতিবার (৬ মার্চ) নাকের পলিপাস অপারেশন করানোর জন্য কালীগঞ্জ শহরের ফাতেমা ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে ভর্তি হন। সেখানে ডা. রাজিবুল ইসলাম শুক্রবার সকালে নাকের পলিপাস অপারেশন করেন। অপারেশনের পর প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। এতে উৎসের শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে তাকে যশোর ৫০০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে সে মারা যায়।

উৎস ভট্টাচার্যের শিক্ষক পলাশ মুখার্জ্জি বলেন, প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। রক্তক্ষরণ শুরু হলেও ওই চিকিৎসক দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি। এ কারণে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে জানতে সংশ্লিষ্ট চিকিৎসক ডা. কাজী রাজিবুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনে একাধিকবার কল করা হলে বন্ধ পাওয়া যায়।

এদিকে ঘটনার পর ইকো ডায়াগনস্টিক ও ফাতেমা হাসপাতালের কর্মকর্তারা ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন। তাদের সঙ্গে বিভিন্ন উপায়ে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। আগামীকাল (শনিবার) তদন্ত সাপেক্ষে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পর ক্লিনিকটি সিলগালা করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত প্রতিবেদনে চিকিৎসকদের অবহেলার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ভিকটিম পরিবারকে আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলেছি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, এ ঘটনায় কলেজছাত্রের পরিবার থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version