Status

পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার কর্তৃক ‘সামাজিক উন্নয়নে ক্যাশ ওয়াকফের গুরুত্ব: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনার ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।

 

৬ মার্চ বৃহস্পতিবার রাজধানীর পল্টনস্থ ল’ রিসার্চ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ সেন্টারের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ শওকত আলীর সভাপতিত্বে ও সেন্টারের নির্বাহী পরিচালক মাওলানা শহীদুল ইসলামের সঞ্চালনায় প্রোগ্রামে স্বাগত বক্তব্য রাখেন সেন্টারের জেনারেল সেক্রেটারি মাওলানা উবায়দুর রহমান খান নদভী।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শামছুল আলম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছওয়াব ফাউন্ডেশনের চেয়ারম্যান রাশেদুজ্জামান, উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা আনোয়ার হোসাইন মোল্লা, তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা মুফতি আবু ইউসুফ খান, ব্যারিস্টার বেলায়েত হোসেন, সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের সেক্রেটারি জেনারেল আব্দুল্লাহ শরীফ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ইবরাহীম খলিল ও ইসলামিক ল’ রিসার্চ সেন্টারের লাইফ মেম্বারগণ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

এছাড়া সেমিনারে কী নোট উপস্থাপন করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. রুহুল আমীন রব্বানী ও সংস্থার ফ্যামিলি এইড প্রজেক্ট সম্পর্কে প্রেজেন্টেশন প্রদান করেন প্রজেক্টের সহকারী পরিচালক মারদিয়া মুমতাজ।

Source link

Leave a Reply

Back to top button