পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত আইনজীবী ফোরাম পূর্ণাঙ্গ প্যানেলে বিজয়ী

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে বিএনপির জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট শরিফ মোঃ সালাউদ্দিন নির্বাচিত হয়েছেন।

 

সভাপতি পদে আইনজীবী ফোরামের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মোঃ হুমায়ুন কবির ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়েতে ইসলামী মনোনীত প্রার্থী জেলা জামায়াতের আমির আলহাজ্ব এ্যাডভোকেট মো. নাজমুল আহসান পেয়েছেন ১৩৭ ভোট।সহ- সভাপতি পদে আইনজীবী ফোরামের মো. মিজানুর রহমান পিকু অ্যাডভোকেট পেয়েছেন ২৩৯ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. মজিবুর রহমান অ্যাডভোকেট পেয়েছেন ১২৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট শরীফ মোঃ সালাহউদ্দিন অ্যাডভোকেট বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

সহ-সাধারণ সম্পাদকের ২ টি পদে আইনজীবী ফোরামের মো. আশিকুর রহমান (তুষার) অ্যাডভোকেট পেয়েছেন ২৬২ ভোট, এবং হুমায়ুন কবির (৬) অ্যাডভোকেট ১৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়েত ইসলামের মনোনীত প্রার্থী . মোঃ ওমর ফারুক (২) অ্যাডভোকেট পেয়েছেন ১১৩ ও মো.আনোয়ার হোসাইন (৫) অ্যাডভোকেট পেয়েছেন ১৩২ ভোট।

 

লাইব্রেরী সম্পাদক পদে আইনজীবী ফোরামের মো. মুজিবুল হক বিশ্বাস (রানা) অ্যাডভোকেট বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে আইনজীবী ফোরামের মো. আরিফুর রহমান রিয়াজ অ্যাডভোকেট ২৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়েত ইসলামের মনোনীত প্রার্থী মোঃ আবু সাইদ খান অ্যাডভোকেট পেয়েছেন ১০৪ ভোট।
সদস্য ২টি পদে আইনজীবী ফোরামের মোহাম্মদ মহিউদ্দিন (রোমান) ২৮০ ভোট ও মারিয়াম আহমেদ ২৫২ ভোট হে বিজয়ী হয়েছেন তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীপ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম পাটোয়ারি পেয়েছেন ১২০ ভোট।
সকাল ১০ টা থেকে শুরু করে বিরতিহীনভাবে ভোটদান চলে বিকাল ৪টা পর্যন্ত।নির্বাচনকে ঘিরে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ,এছাড়াও ছিল র‌্যাব ও সেনাবাহিনীর টহল টিম।

 

নির্বাচনে বিএনপির আইনজীবী ফোরাম থেকে ১১ জন ও জামায়াতের আইনজীবী ফোরাম থেকে ৭ জন প্রতিদ্বন্দিতা করেছেন। সভাপতি পদে লড়েছেন জেলা জামায়াতের আমির এডভোকেট নাজমুল আহসান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির। জেলা জামায়েতের আমীর ও সভাপতি প্রার্থী ভোট গননার শুরু বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত গননাস্থলে উপস্থিত ছিলেন। পরবর্তীতে যখন বিএনপি প্রার্থী ১২২ ও তিনি ৬৬ ভোট পান ,তখন তিনি বাইরে এসে তাৎক্ষনিক ভোট সহ ফলাফল বর্জনের ঘোষনা দেন।

 

এদিকে জেলা আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক ও একক ভাবে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করা এ্যাডভোকেট শরীফ মো: সালাউদ্দিন জানান,জামায়েতের প্রার্থী নিশ্চিত পরাজয় হবে বুঝতে পেরে ভোট গননার মাঝপথে ভোটের ফলাফল সহ ভোট বর্জনের ঘোষনা দেন।

Source link

Exit mobile version