
দিনাজপুরের বিরামপুরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে সাগর ইসলাম (২৮) নামের এক যুবক নিহতের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে বিরামপুর স্টেশনের প্রায় দুই কিলোমিটার উত্তরে দেবিগঞ্জ গিরিঙ্গি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক সাগর ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার সাহিন ইসলামের ছেলে। তার পরনে কালো গেঞ্জি, জিনসের প্যান্ট রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিকেল সোয়া ৪টার দিকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি চলে যায়। এর কিছুক্ষণ পর দেবিপুর গিরিঙ্গি বাজারের অদূরে রেল লাইনের পাশে একটি ছেলেকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ওই যুবকের মাথা, নাক এবং মুখে রক্তের দাগ ছিল। পরে বিষয়টি স্থানীয় প্রশাসন, স্টেশন মাস্টারকে জানানো হয়।
আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি বলেন, রেললাইনের পূর্ব পাশে ছেলেটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। এর কিছুক্ষণ আগে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর অতিক্রম করে।
জানতে চাইলে বিরামপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, স্থানীয় বেশ কয়েকজন ব্যক্তি মোবাইলে ট্রেন থেকে পড়ে এক যুবকের মৃত্যুর বিষয়টি জানান। এর কিছুক্ষণ আগে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর অতিক্রম করে। ধারণা করা হচ্ছে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু হয়।
জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতাজুল হক বলেন, রেললাইনের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার পকেটে একটি মোবাইল উদ্ধার করে। মোবাইলের সূত্র ধরে ওই যুবকের পরিচয় নিশ্চিত করা হয়। মরদেহটি উদ্ধার করা হয়েছে।
মো. মাহাবুর রহমান/জেডএইচ/এমএস